West Bengal Higher Secondary Suggestion 2022 PDF | HS Philosophy Suggestions 2022

 প্রিয় উচ্চমাধ্যমিক পার্থীরা, তোমরা এখানে নতুন সিলেবাস অনুযায়ী ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দর্শন বিষয়ের সাজেশন পাবে। এখন থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। ভালোভাবে পরীক্ষা দিতে তোমরা নিচের গুরুত্তপূর্ণ প্রশ্ন গুলির সাথে বাকি বইটাও ভালোভাবে পড়বে। WB Higher Secondary Philosophy Suggestion 2022 PDF Download, Higher Secondary Suggestion 2022 (WBCHSE) HS Last Minute Suggestions 2022



West Bengal HS 2022 Philosophy Suggestions

Part A


1. অমাধ্যম অনুমান কে কি প্রকৃত অনুমান বলা যায় ? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। (3+5)


2.টীকা লেখো। (প্রতিটি প্রশ্নের মান 4)

a. অবৈধ সামান্যীকরণ দোষ,

b. কাকতালীয় দোষ,

c. সহ কার্যকে কারণ বা কার্য মনে করার দোষ

d. অবৈধ সামান্যীকরণ দোষ

e. অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ।


3. বচনের গুন বলতে কী বোঝায়? বচনের পরিমাণ বলতে কী বোঝায়? গুণ এবং পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। (2+2+4)


4. আবর্তন- এর সংজ্ঞা দাও। সরল আবর্তন এবং সীমিত (অসরল) আবর্তন এর মধ্যে পার্থক্য আলোচনা করো। (2+2)


নিচের বাক্যগুলোর বিবর্তন করো। (1×4)

a. অমানুষ কবি নেই।

b. কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে।

c. কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে।

d. মানুষ জ্ঞানী।


5. নিরপেক্ষ বচন কাকে বলে ? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। (2+4+2)


6.বস্তুগত বিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। একে প্রকৃত বিবর্তন বলা যায় কি? ‘0’ বচনের আবর্তন বৈধ নয় কেন? ((2+1+2+3)


7. নিচের বাক্যগুলি বচনে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। (2×4)

a. বেশিরভাগ মানুষ কুসংস্কারাচ্ছন্ন নয়।

b. শতকরা 80 জন ছাত্র ইংরেজিতে পাশ করেছে।

c. কোন কিছুই একসঙ্গে সাদা ও কালো হতে পারেনা

d. পরিশ্রমীরাই কেবল সফল হয়।


8. নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে উপযুক্ত উদাহরণ সহযোগে সংক্ষিপ্ত টীকা লেখো। প্রতিটি প্রশ্নের মান 4।

a. চারিপদ ঘটিত দোষ।

b. অবৈধ সাধ্য দোষ।

c.অব্যাপ্য হেতু দোষ।

d. অবৈধ পক্ষ দোষ।

e. নঞর্থক আশ্রয়জনিত দোষ।


9.নিচের আরোহ যুক্তি গুলো বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো। প্রতিটি প্রশ্নের মান 4।

a.ছোট্ট শিশুটির মতো চারাগাছটি জন্ম ও বৃদ্ধি আছে। সুতরাং মানব শিশুর মত চারাগাছটিরও চিন্তাশক্তি আছে।

b. টেলিগ্রাম অমঙ্গলসূচক। কারণ টেলিগ্রাম মৃত্যু অথবা গুরুতর অসুখের খবর দেয়।

c. বারুদে অগ্নিসংযোগ করতেই বিস্ফোরণ হল। সুতরাং বারুদে অগ্নিসংযোগ বিস্ফোরণের কারণ।

d. এ পর্যন্ত যত সাদা ফুল দেখেছি সেগুলি রাতে ফোটে। সুতরাং সব সাদা ফুলই রাতে ফোটে।



Part – B (Marks 40)


“Logic” শব্দটি হলো –

a) ইংরেজি

b) গ্রীক

c) ল্যাটিন

d) রোমান।

উত্তর: a) ইংরেজি।


 বচনের যে পদ ব্যাপ্য হয় তা হলো –

a) উদ্দেশ্য পদ

b) বিধেয় পদ

c) উভয় পদ

d) কোনোটিই নয়।

উত্তর: a) উদ্দেশ্য পদ।


চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হল –

a) তিনটে

b) চারটে

c) পাঁচটা

d) ছ টা।

উত্তর: c) পাঁচটা।


কারণ কে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন –

a) কান্ট

b) বেইন

c) মিল

d) হিউম।

উত্তর: c) মিল।


HS History Suggestions 2022 : Click Here

HS Geography Suggestions 2022 : Click Here

HS Political Science Suggestions 2022 : Click Here

Previous Post Next Post