Higher Secondary History Suggestions 2022 PDF Download | WBCHSE HS 2022 History Suggestions

  প্রিয় উচ্চমাধ্যমিক পার্থীরা, তোমরা এখানে নতুন সিলেবাস অনুযায়ী ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের সাজেশন পাবে। এখন থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। ভালোভাবে পরীক্ষা দিতে তোমরা নিচের গুরুত্তপূর্ণ প্রশ্ন গুলির সাথে বাকি বইটাও ভালোভাবে পড়বে। WB Higher Secondary History Suggestion 2022 PDF Download, Higher Secondary Suggestion 2022 (WBCHSE) HS Last Minute Suggestions 2022




Part – A (Marks – 40)

বিভাগ ক


  1. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি আলোচনা করো।***
  2. উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।
  3. উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো।***
  4. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি কী কী ? এই বাণিজ্যের অবসানের কারণ গুলি কি?***
  5. চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলি আলোচনা করো।**
  6. ভারতে রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো***
  7. পলাশীর ও বক্সারের যুদ্ধের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো।***
  8. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও।
  9. ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো***
  10. সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলন সম্পর্কে লেখো।***
  11. উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো**
  12. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো।**
  13. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন- এর তত্ত্ব আলোচনা করো।
  14. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কি?***
  15. শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
  16. পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদার ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। (৩+৫)
  17. মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপ দিত? (৫+৩)***

*বিরাট সুযোগ,ফ্রীতে বাড়িতে বসে কম্পিউটার কোর্স শিখুন,সঙ্গে সার্টিফিকেট: CLICK HERE

বিভাগ খ:


  1. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো***
  2. রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজী কেন এই রাওলাট আইনের বিরোধিতা করেছিলেন **
  3. লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।***
  4. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রেক্ষাপট কি ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।***
  5. 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত এবং গুরুত্ব আলোচনা করো। **
  6. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
  7. ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। ***
  8. হাজার 947 সালের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো ।***
  9. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও।**
  10. ট্রুম্যান নীতি কাকে বলে? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি আলোচনা করো।***
  11. কিউবার ক্ষেপণাস্ত্র সংকট আলোচনা করো।***
  12. সুয়েজ সংকট এর তাৎপর্য আলোচনা করো। এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল?***
  13. ঠান্ডা লড়াই এর কারণ ও ফলাফল আলোচনা করো **
  14. জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা আলোচনা করো।
  15. সার্ক এর উদ্দেশ্য কি? সার্কের সাফল্য আলোচনা করো।
  16. পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো।
  17. স্বাধীন ভারতবর্ষের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।***
  18. অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো? এর কারণ ও ফলাফল আলোচনা করো।**
  19. স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবর রহমানের ভুমিকা আলোচনা করো।***
  20. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতবর্ষের ভূমিকা কি ছিল?**


Part – B (Marks – 40)

নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১।

1. বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?

2. আদি ব্রাহ্ম সমাজ ভাঙার কারণ কি?

3. অন্তর্বর্তী সরকার কী?

4. স্বদেশ ভূমি ফ্রন্ট কী? কবে ও কোন্ দেশে এটি গড়ে ওঠে?

5. ভারতীয়রা সাইমন কমিশন কেন বর্জন করে?

6. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

7. এশিয়ার মুক্তি সূর্য কাকে বলা হয়?

8. সার্ক (SAARC) এর পুরো কথাটি কি?

9. বেস্টন নীতি কি?

10. দেশপ্রাণ উপাধিতে কে ভূষিত হন?

11. শুদ্ধি আন্দোলন কি?

12. প্রাচ্যবাদী বলতে কী বোঝো?

13. “হবসন – লেনিন তত্ত্ব” কি?

14. জে এ হবসনের বইটির নাম কি?

15. কোন্ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত?

16. দেওয়ানী কথার অর্থ কি?

17. নব্য বঙ্গীয় কারা?

18. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন

19. ‘একশত দিনের সংস্কার’ বলতে কী বোঝো?

20. ভারত শাসন আইন কবে পাস হয়?


Read Also:
Previous Post Next Post