বদলে গেলো উচ্চমাধ্যমিক ২০২২ পরীক্ষার রুটিন, নতুন রুটিন দেখে নিন । HS 2022 New Routine Download

 


গত সপ্তাহে জানা গিয়েছিল জেইই মেন (JEE Main) ও উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষা একই সাথে হয়ে যাওয়ার জন্য বদলাতে পারে উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি (Higher secondary Examination 2022)। উচ্চমাধ্যমিক অনেক পরীক্ষার্থী সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা হতে পারে।  এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ সংসদ সভাপতি জানিয়েছেন ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে। (2022 New HS Routine)

জেইই মেনের (JEE Main) জন্য উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার দিন পরিবর্তন হলো (HS 2022 Routine Changed) ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানায়, ২৩ এপ্রিল রাজ্য়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স। চলতি বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু দেখা যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেনের যে সূচি ঘোষণা করেছে তার সঙ্গে একইদিনে উচ্চমাধ্যমিকের একটা পরীক্ষা পড়ে যাচ্ছে। যাঁরা ফিজিক্স, অঙ্ক এবং কেমিস্ট্রি নিয়ে পড়েন তাঁদের একটা বড় অংশ এই পরীক্ষায় বসেন। ফলে একইদিনে পরীক্ষা হলে সমস্যা পড়বেন তাঁরা। এই আশঙ্কা ছিলই। গত সপ্তাহরে এই বিষয়ে নবান্নে একটি বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা সূচি রদবদল করা হবে। (New HS Routine 2022)

উচ্চ মাধ্যমিক ২০২২ নতুন রুটিন:

  • ২ এপ্রিল (শনিবার): - বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।
  • ৪ এপ্রিল (সোমবার): - ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।
  • ৫ এপ্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় - হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
  • ৬ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়েন্স।
  • ৮ এপ্রিল (শুক্রবার): অঙ্ক, সাইকোজলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
  • ৯ এপ্রিল (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
  • ১১ এপ্রিল (সোমবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
  • ১৩ এপ্রিল (বুধবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।
  • ১৮ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
  • ২৫ এপ্রিল (সোমবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
  • ২৬ এপ্রিল (বুধবার): ইকোনকিমস।


West Bengal HS New Routine 2022 Download: Click Here

Previous Post Next Post