Class 6 Physical Education Model Activity Task Part 2 February 2022 Answers ( ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২)

প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 6 Sastho O Sharir Sikkha Model Activity Task Part 2 ( ষষ্ঠ  শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। ষষ্ঠ শেণির ফেব্রুয়ারি মাসের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি পেতে নিচে ক্লিক করো। 

Model Activity Task Part 2, February 2022

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

ষষ্ঠ শ্রেণি Class – (VI)

পূর্ণমান : ২০

Class 6 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answers


প্রাথমিক চিকিৎসা


১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে

শূন্যস্থান পূরণ করো: ১×৮=৮ 

(ক) মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না?

(i) কিডনি

(ii) হার্ট

(iii) লিভার

(iv)ব্লেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্ৰ

Ans: (iv) ব্লেনের তাপনিয়ন্ত্রক কেন্দ্র


(খ) শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে কী করতে হবে?

(i) পর্যাপ্ত পরিমাণে তেল মশলা খেতে হবে

(ii) জল খাওয়া থেকে বিরত থাকতে হবে

(iii) পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে।

(iv) মধু খেতে হবে

Ans: (iii) পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে।


(গ) শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে?

(i) জাঙ্কফুড

(ii) ফাস্টফুড

(iii) সহজপাচ্য খাবার

(iv) অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার

Ans: (iii) সহজপাচ্য খাবার


(ঘ) রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কী করতে হবে?

(i) বরফ বা ঠাণ্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে

(ii) রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাসপ্রক্রিয়া চালু করতে হবে

(iii) দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে

(iv) উপরের সবকটি

Ans: (iv) উপরের সবকটি


(ঙ) হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কী অবস্থায় রাখতে হবে?

(i) চেয়ারে বসিয়ে রাখতে হবে

(ii) অর্ধ শুইয়ে রাখতে হবে

(iii) শুইয়ে রাখতে হবে

(iv) দুটি পা ৮ থেকে ১২ ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোষাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে।

Ans: (iv) দুটি পা ৮ থেকে ১২ ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোষাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে।


(চ) প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কী কী?

(i) অসুস্থ ব্যক্তির জীবনরক্ষা করা

(ii) অসুস্থ ব্যক্তির আরোগ্য ত্বরান্বিত করা

(iii) অবস্থার ক্রমোন্নতিতে জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা

(iv) উপরের সব কয়টি ক্ষেত্র

Ans: (iv) উপরের সব কয়টি ক্ষেত্র


(ছ) ফুটবল খেলার সময় কাটা ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে ব্যাথার সাময়িক উপশমে?

(i) তরল জীবাণুনাশক

(ii) মারকিউরোক্লোম সলিউশন

(iii) শীতলকারক স্প্রে

(iv) লিউকোপ্লাস্ট

Ans: (iii) শীতলকারক স্প্রে


(জ) রোদের সময় বাড়ীর বাইরে বেরোতে হলে কী ধরনের পোশাক পরিধান করতে হবে এবং কী কী জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে?

(i) ছাতা, টুপি, রুমাল, ওড়না, টর্চলাইট

(ii) টেরিকটের পোশাক, হাত পাখা, রুমাল।

(iii) সারাদেহ ঢাকা সুতির পোশাক, রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা

(iv) উপরের সব কটি

Ans: (iii) সারাদেহ ঢাকা সুতির পোশাক, রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা


২। রচনাধর্মী যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও :  (৬×২=১২)

(i) হিটস্ট্রোক সম্বন্ধে যা জানো লেখো।

Ans:

শরীরের ভিতরের তাপমাত্রা বাড়তে পারে না। কিন্তু ঘাম বেরোনো বন্ধ হয়ে গেলে বুঝতে হবে, দেহের তাপনিয়ন্ত্রক কেন্দ্র আর কাজ করছে না। ফলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না। বাইরের পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়ে, শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে সংকট সৃষ্টি হয় তাকেই বলে হিট স্ট্রোক।

হিট স্ট্রোকের ফলে শরীরে জল ও খনিজ পদার্থ কমে যায়। ঘাম হয় না, ত্বক লাল হয়ে তেতে ওঠে, বমি, আচ্ছন্নতা, জ্ঞান হারানো, মৃত্যু পর্যন্ত হতে পারে।

শরীর থেকে বেরিয়ে যাওয়া জল পুনরায় শরীরে মজুত করতে না পারলে বিপদ অবশ্যম্ভাবী। বয়স্কদের সোডিয়াম, পটাসিয়াম ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। শিশু ও বয়স্কদের বিপাক ও হৃদস্পন্দনের হার বেশি বলে শিশু ও বয়স্কদের গরমের অনুভূতি বেশি।


হিট স্ট্রোকের উপসর্গ:

(ক) হৃৎপিণ্ডের গতি বাড়ে, নাড়ি দ্রুত আর ক্ষীণ হয়ে যায়।

(খ) ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যায়।

(গ) শরীরের জল কমে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

(ঘ) শরীরে ঝিমুনিভাব দেখা দেয়।


(ii) প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়মগুলি (Golden Rules) লেখো।

Ans:

প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হবে সতর্ক, বিচারশীল, সদাজাগ্রত ও নির্ভীক। তাই প্রাথমিক চিকিৎসার সুবর্ণ নিয়ম হলো-

১. ধীরস্থিরভাবে প্রত্যেকটি কাজকে যথাযথ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ চালিয়ে যেতে হবে। দ্রুত শ্বাসকার্য চালানোর ব্যবস্থা করতে হবে।

২. শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হলে বা শ্বাস বন্ধ থাকলে

৩. দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে হবে।

৪. অভিঘাত/শক্-এর চিকিৎসা করতে হবে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থার মাধ্যমে।

৫. রোগীর পক্ষে ক্ষতিকারক, এইরূপ কোনো কাজ।

৬. আহতকে আশ্বস্ত করে সান্ত্বনা দিয়ে রাখতে হবে।

৭. অপ্রয়োজনে রোগীর গায়ের বস্তু খোলানো উচিত নয়।

৮. জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া-বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে।

৯. আঘাতের কারণ অনুসন্ধান করতে হবে।

১০. রোগীর স্থানান্তকরণের ব্যবস্থা করতে হবে, যাতে দ্রুত সে ডাক্তারের চিকিৎসা পায়।


(iii) প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো।

Ans:

বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক। এগুলির মধ্যে অন্যতম হলো মারকিউরোক্লোম, বেনজিন, যে লে বেটাডিন,জীবাণুমুক্ত গজ কাপড়,রোলার ব্যান্ডেজ,কাঁচি ও চিমটা,ক্রেপ পট্টি প্রভৃতি। বর্তমানে ক্রীড়া সংক্রান্ত প্রাথমিক চিকিৎসার বাক্সে ওষুধ তে শীতলকারক স্প্রে থাকা বাঞ্ছনীয়।


Class 6 All Subject Model Activity Task Part 2 February 2022

Class 6 Geography Model Activity Task Part 2 February 2022| ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 History Model Activity Task Part 2 February 2022 |ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 Mathematics Model Activity Task Part 2 February 2022 | ষষ্ঠ শ্রেণীর বাংলা গণিত অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 Bengali Model Activity Task Part 2 February 2022 | ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 English Model Activity Task February 2022 Part 2

Class 6 Poribesh O Bigyan Model Activity Task Part 2 February 2022 Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 

Class 6 Physical Education Model Activity Task Part 2 February 2022 Answers ( ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২)


Tags: Class 6, Class 6 Model Activity Task February 2022 Part 2, February 2022 Part 2 Model Activity Task, Model Activity Task  / February 6, 2022 / 2022 model activity task, Class 6 Model Activity Task 2022 Part 2, February 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড

Previous Post Next Post