Class 6 Geography Model Activity Task February 2022 Part 2 Answer | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারি ২০২২

 


 Model Activity Task February 2022

Geography (পরিবেশ ও ভূগােল)

Class – VI (ষষ্ঠ শ্রেণী)

পূর্ণমান – ২০

Class 6 Geography Model Activity Task Part 2 Solution


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলকাকৃতির কথা বলেন তিনি হলেন - (খ) অ্যারিস্টটল


১.২ সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষরেখার যে নামে পরিচিত তা হল- (ক) কর্কটক্রান্তি রেখা।


১.৩ পৃথিবীর অক্ষ তার কক্ষ তলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলো- (ঘ) ৬৬-১/২°


২.১ বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো

২.১.১ চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না।

মিথ্যা: - চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোন গোলাকার বস্তুর ছায়ায় একমাত্র গোলাকার হয়। 


২.১.২ পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।

উত্তর-মিথ্যা

কারণ-যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরে চলেছে, তাকে আবর্তন গতি বা আহ্নিক গতি গতি বলা হয়। 


২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও

২.২.১ পৃথিবীর আকৃতি কিরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হত?

উত্তর: পৃথিবী যদি টেবিলের মত চ্যাপ্টা সমতল হতো তাহলে ভূপৃষ্ঠের সর্বত্র একসময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। 


২.২.২ পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে।

উত্তর : পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে।


২.২.৩ গ্রিনিচ মান মন্দির এর উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার নাম লেখো

লন্ডনের গ্রিনিচ মান মন্দির এর ( রয়্যাল অবজারভেটরি) ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমারেখা বা মূল মধ্যরেখা ( Prime Meridian ) যার মান ০°। 


৩. নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও

৩.১ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো

উত্তর: পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের ' মাউন্ট এভারেস্ট' এবং সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের 'মারিয়ানা খাত' । 


৩.২ নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।

(১) নিরক্ষরেখা পৃথিবীতে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে।

(২) নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ৯০° কোণ করে আছে।


৪. নিচের প্রশ্নটির উত্তর দাও

একটি বৃত্ত অঙ্কন করে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো।




৫. নিচের প্রশ্নটির উত্তর দাও

'পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো।'- উক্তিটির যথার্থতা বিচার করো।


উত্তর : পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর-নিচ কিছুটা চাপা, আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে 'পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো'। যাকে আমরা ইংরেজিতে 'জিয়ড' বলি।



Class 6 All Subject Model Activity Task Part 2 February 2022

Class 6 Geography Model Activity Task Part 2 February 2022| ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 History Model Activity Task Part 2 February 2022 |ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 Mathematics Model Activity Task Part 2 February 2022 | ষষ্ঠ শ্রেণীর বাংলা গণিত অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 Bengali Model Activity Task Part 2 February 2022 | ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 6 English Model Activity Task February 2022 Part 2

Class 6 Poribesh O Bigyan Model Activity Task Part 2 February 2022 Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 

Class 6 Physical Education Model Activity Task Part 2 February 2022 Answers ( ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২)


Class 6, Class 6 Model Activity Task February 2022 Part 2, February 2022 Part 2 Model Activity Task, Model Activity Task  / February 6, 2022 / 2022 model activity task, Class 6 Model Activity Task 2022 Part 2, February 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড

Previous Post Next Post