১ তারিখ থেকেই বদলাতে চলেছে এই ৩ টি ব্যাংকের নিয়ম । না মানলেই টাকা কাটবে | Bank New Rules

 


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য জরুরি খবর ৷ বদলাতে চলেছে এই তিনটে ব্যাঙ্কের নিয়ম ৷ ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে গ্রাহকদের জন্য নতুন নিয়ম লাগু করা হবে ৷ 

ব্যাঙ্ক অফ বরোদার নিয়মে বদল-(Bank of Baroda New Rules)

১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ক অফ বরোদা চেক ক্লিয়ারেন্স নিয়মে (Cheque Clearance Rule) বদল হতে চলেছে ৷ ব্যাঙ্কের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, পয়লা ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম (Positive Pay System) ফলো করতে হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার গ্রাহকরা চেক ইস্যু করার পর চেক সম্পর্কে তথ্য ব্যাঙ্কে দিতে হবে ৷ চেক জারি করলে এবং চেকের সম্পর্কে তথ্য ব্যাঙ্কে না দিলে আপনার চেক ফেরত পাঠানো হবে ৷ এবার থেকে চেক পেমেন্টের জন্য এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এটিএমের মাধ্যমে তথ্য দিতে পারবেন ব্যাঙ্কে ৷ ১০ লাখ বা তার বেশি টাকার পেমেন্টের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে ৷ ফ্রড থেকে বাঁচানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই নিয়ম জারি করা হয়েছে ৷ বেশ কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই এই নিয়ম জারি করে দিয়েছে ৷


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিয়ম বদল-(Panjub National Bank New Rules)

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও একটি নিয়ম বদলাতে চলেছে ৷ ১ ফেব্রুয়ারি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে কোনও কিস্তি বা ইনভেস্টমেন্টের ডেবিট ফেল হয়ে গেলে ২৫০ টাকা চার্জ দিতে হবে ৷ এখনও পর্যন্ত এর জন্য কেবল ১০০ টাকা চার্জ দিতে হত ৷ এছাড়া ডিমান্ড ড্রাফ্ট বাতিল বা ক্যান্সেল করালে ১০০ টাকার বদলে ১৫০ টাকা দিতে হবে ৷


স্টেট ব্যাঙ্কের তরফে জারি নতুন নিয়ম-(State Bank of India New Rules)

আপনি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে এবার থেকে টাকা ট্রান্সফারের জন্য দিতে হবে বেশি চার্জ ৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে আইএমপিএস ট্রানজাকশনের নতুন স্ল্যাব নিয়ে এসেছে যা ২ লাখ থেকে ৫ লাখ করা হয়েছে ৷ আগামী মাস থেকে ২ লাখের বদলে ৫ লাখ টাকার মধ্যে ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে IMPS এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ২০ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷

Previous Post Next Post