Class 9 Physical Science Model Activity Task Part 2 February 2022 (নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২)

 প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 9 Physical Science Model Activity Task Part 2 (নবম শ্রেণী ভৌত বিজ্ঞান  মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।নবম শেণির ফেব্রুয়ারি মাসের ভৌত বিজ্ঞান  বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো।



মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2, February 2022

নবম শ্রেণি

ভৌতবিজ্ঞান

পূর্ণমান – ২০

Class 9 Physical Science Model Activity Task Part 2 February 2022 Answer


১. ঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৩=৩

১.১ MLT’ যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হলো

(ক) কার্য

(খ) ক্ষমতা

(গ) বল

(ঘ) ভরবেগ

উত্তর :- (ক) কার্য


১.২ নীচের যেটি ভেক্টর রাশি সেটি হলো

(ক) কার্য

(খ) দ্রুতি

(গ) ভরবেগ

(ঘ) ক্ষমতা

উত্তর :- (গ) ভরবেগ


১.৩ ত্বরণের মাত্রীয় সংকেত হলো –

(ক) ME-²

(খ) LT-¹

(গ) LT-²

(ঘ) MLT-⁴

উত্তর :- (গ) LT-²


২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩

২.১ একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই।

উত্তর :- একটি স্কেলার রাশি হল আপেক্ষিক গুরুত্ব যা একক বিহীন।


২.২ ভরবেগ লব্ধ একক না মৌলিক একক?

উত্তর :-  ভরবেগ একটি লব্ধ একক


২.৩ চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি?

উত্তর :- চাপ একটি স্কেলার রাশি


৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৪=৮

৩.১13 kg ভরের বস্তুতে 5 m/s² ত্বরণ সৃষ্টি করতে, না 4 kg ভরের বস্তুতে 4 m/s² ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে? যুক্তি দাও।

উত্তর :- 3 kg  ভরের বস্তুতে 5 m/s² ত্বরণ সৃষ্টি করতে বল প্রয়োজন = 3×5 =15 N

4 kg ভরের বস্তুতে 4 m/s² ত্বরণ সৃষ্টি করতে বল প্রয়োজন = 4×4 =16 N

অর্থাৎ, 4 kg ভরের বস্তুতে 4 m/s² ত্বরণ সৃষ্টি করতে বেশি বল প্রয়োজন হবে।


৩.২ কোন শর্তে সরণের মান ও অতিক্রান্ত দূরত্ব সমান হবে?

উত্তর :- যখন গতিশীল বস্তু সরল রৈখিক পথে গমন করে, তখন বস্তুর সরণের মান ও অতিক্রান্ত দূরত্বের মান সমান হয় ।


৩.৩ একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল?

উত্তর :- কার্য হল একটি স্কেলার রাশি। কিন্তু কার্য দুটি ভেক্টর রাশির গুণফল। 

অর্থাৎ

কার্য=সরণের অভিমুখে বলের উপাংশ × সরণ ; যেখানে বল এবং সরণ উভয়ই ভেক্টর রাশি।

বল= ভর × ত্বরণ,

 আবার ত্বরণ = বেগের পরিবর্তন/সময়

আবার বেগ = সরণ /সময়

কার্য = ভর× (সরণ)²/সময় ² 

অর্থাৎ কার্য তিনটি মৌলিক একক এর ওপর নির্ভরশীল, যথা ভর, দৈর্ঘ্যের, সময়।


৩.৪ আলোকবর্ষ কী? SI পদ্ধতিতে এর মান কত?

উত্তর :- 

আলােকবর্ষ – শূন্যস্থানে 3×10৪ মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়ে আলাে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে আলােকবর্ষ।

SI পদ্ধতিতে এর মান হল —

1 আলােকবর্ষ = 9.46×1012 কিলােমিটার।


৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও : ৩×২=৬

৪.১ জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তনমাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে?

উত্তর :- প্রথমে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কঠিন বস্তুর ভর নির্ণয় করা হলো। মনে করা যাক, বস্তুর ভর হলো m। এবার একটি মাপনিচোঙ নেওয়া হলো যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এমন হলো যার যাতে বস্তুটি চোঙের মধ্যে ঢুকে যায়। চোঙের মধ্যে এমন একটি তরল নেওয়া হলো যাতে বস্তুটি দ্রবীভূত না হয় বা রাসায়নিক বিক্রিয়া করে। মনে করা যাক, চোঙের আয়তন V1 I এবার এমন একটি লাগানো, শক্ত, সরু সুতোতে বস্তুটিকে বেঁধে খুব ধীরে ধীরে চোঙের তরলে ডোবানো হল। ধরা যাক, বস্তুর সমেত তরলের আয়তন হল V I অতএব, বস্তুর আয়তন =  V2 —V1 । এখানে (V2 – V1) পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিলে বস্তুর প্রকৃতি আয়তন পাওয়া যায় । বস্তুর ঘনত্ব d = m/V2 – V1


৪.২ SI পদ্ধতিতে সহায়ক একক কটি। তাদের নাম লেখো। এগুলি কোথায় ব্যবহৃত হয়।

উত্তর :-  Si পদ্ধতিতে সহায়ক একক 7 টি। তাদের নাম গুলি হল–

1. দৈর্ঘ্যের একক            মিটার(m)

2. সময়ের একক             সেকেন্ড(s)

3. পদার্থের পরিমাণ          মোল(mol)

4. উষ্ণতা পরিমাণ             কেলভিন(k)

5. বস্তুর ভর পরিমাণ.         কিলোগ্রামkg


Class 9 All Subjects Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Bengali Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 English Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Mathematics Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Life Science Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Physical Science Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 History Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Geography Model Activity Task Answers Part 2 February 2022


Previous Post Next Post