Class 9 Life Science Model Activity Task Part 2 February 2022 Answer | নবম শ্রেণি জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী ২০২২

 প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 9 Life Science Model Activity Task Part 2 (নবম শ্রেণী জীবন বিজ্ঞান  মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।নবম শেণির ফেব্রুয়ারি মাসের জীবন বিজ্ঞান বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি উত্তরগুলি নিচে দেওয়া হলো।



Model Activity Task Part 2, February 2022

জীবনবিজ্ঞান (Life Science)

নবম শ্রেণি (Class – IX)

পূর্ণমান : ২০ 

Class 9 Life Science Model Activity Task Part 2 February 2022 Answer


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১×৩=৩

১.১ প্রোক্যারিওটিক কোশে রাইবোজোমের উপএকক দুটি নির্বাচন করো –

(ক) 60S ও 40S

(খ) 50S ও 40S

(ঘ) 50S ও 30S

(গ) 60S ও 30S

উত্তর :- (ঘ) 50S ও 30S


১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা স্থির করো

(ক) কোশপর্দা কোশের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করা

(খ) লাইসোজোম পুরোনো জীর্ণ কৌশকে ধ্বংস করা

(গ) মাইটোকনড্রিয়া – প্রোটিন সংশ্লেষ করা

(ঘ) সেন্ট্রোজোম – কোশ বিভাজনে সাহায্য করা

উত্তর :- (গ) মাইটোকনড্রিয়া – প্রোটিন সংশ্লেষ করা


১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করো—

(ক) আবরণী কলা

(খ) যোগ কলা

(গ) পেশি কলা

(ঘ) স্নায়ু কলা

উত্তর :- (খ) যোগ কলা


২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : ১×৪= ৪

২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে।

উত্তর :-  সত্


২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয়।

উত্তর :-  মিথ্যা


২.৩ DNA তে রাইবোজ শর্করা উপস্থিত থাকে।

উত্তর :- মিথ্যা


২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি।

উত্তর :- সত্য


৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :

৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর :- প্যারেনকহিমার বৈশিষ্ট্য :

আকৃতি : কোশগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার।

কোশপ্রাচীর : সেলুলোজ নির্মিত ও পাতলা।

ও কোশীয় উপাদান: সুস্পষ্ট নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুওল বর্তমান।

আন্তঃ কোশীয় স্থান: কোশ গুলির মাঝে কশান্তর রন্ধ্র বর্তমান।



৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে?

উত্তর :- মানবদেহকে সুস্থ রাখতে বৃক্কের কাজ :

1. প্রোটিনজাতীয় খাদ্যদ্রব্যের বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ যেমন- ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন প্রভৃতিকে।

2. মূত্রের মাধ্যমে দেহ থেকে বর্জন করে।

3. দেহে জলের সাম্য বজায় রাখে।

4. ব্রক্তে অম্ল খারের সাম্যাবস্থা বজায় রাখে।


৩.৩ কোশ পর্দার কাজ ব্যাখ্যা করো।

উত্তর :- কোশপর্দার কাজ:

1.কোশের আকৃতি প্রদান করে এবং প্রোটোপ্লাজমকে রক্ষা করে।

2.কোশ স্তরে ব্যাপন ও অভিস্রবণ সংগঠিত হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয়।

3.কোশপর্দা পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যথাক্রমে তরল ও কঠিন খাদ্য কোশের ভিতরে প্রবেশে সাহায্য করে।


৩.৪ মানবদেহে ভিটামিন D-র ভূমিকা আলোচনা করো।

উত্তর:- মানবদেহে ভিটামিন D এর ভূমিকা:

(i) মানবদেহে ক্ষুদ্রান্তে ক্যালশিয়াম ও ফসফেট শোষণে সাহায্য করে।

(ii)রক্তে ক্যালশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে প্যারা থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা নিয়ন্ত্রণ করে।

(iii) শিশুদের রিকেট এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ প্রতিরোধ করে।

(iv) এই ভিটামিন দৈহিক বৃদ্ধি এবং অস্থি বৃদ্ধিতে সাহায্য করে।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ২+৩=৫

৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখো।

উত্তর :-  ভাজক কলার কাজ:-

(i) ভাজক কলার কোশগুলি ক্রমাগত বিভাজিত হয় এবং নতুন অপত্য কোশ সৃষ্টির দ্বারা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক বৃদ্ধি ঘটায়।

(ii)ভাজক কলা পরিণত হয়ে স্থায়ী কলা সৃষ্টি করে।


প্রোক্যারিওটিক কোশ:

(১) এই প্রকার কোশে প্ৰকৃত নিউক্লিয়াস থাকে না।

(২) এইপ্রকার কোশে কোনো পর্দাবৃত কোশ অঙ্গাণু থাকে না।

৩) এই কোশের কোশপ্রাচীরের মূল উপাদান পেপ্‌টাইডোগ্লাইকান।


ইউক্যারিওটিক কোশ:

(১) এই প্রকার কোশে প্ৰকৃত নিউক্লিয়াস থাকে।

(২) এইপ্রকার কোশে কোনো পর্দাবৃত কোশ অঙ্গাণু থাকে।

(৩) এই কোশের কোশপ্রাচীরের মূল উপাদান সেলুলোজ।


 Class 9 All Subjects Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Bengali Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 English Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Mathematics Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Physical Science Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 History Model Activity Task Answers Part 2 February 2022

Class 9 Geography Model Activity Task Answers Part 2 February 2022

Previous Post Next Post