রাজ্য সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের ২৫-৬০ বছরের SC/ST মহিলারা প্রতিমাসে পেয়ে যান ১০০০ টাকা এবং বাকি মহিলারা পান ৫০০ টাকা। সাধারণত মাসের শুরুতেই মহিলারা এই প্রকল্পের টাকা পেয়ে যান। অনেক সময় ব্যাংকের সার্ভার প্রবলেম থাকায় টাকা ঢুকলেও মহিলারা তাদের মোবাইলে SMS পান না, তাই জানতেও পারেন না। কিন্তু এবার আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়েই ২ মিনিটে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করে নিতে পারবেন এবং খুব সহজেই জানতে পেরে যাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মাসের টাকা ঢুকলো কিনা। তবে এই প্রসেসে ব্যাংক ব্যালান্স চেক করতে হলে অবশ্যই আপনার ফোন নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক থাকতে হবে।
কীভাবে যেকোনো ব্যাংক ব্যালেন্স চেক করবেন? Bank Balance Check Missed Call Number
- এর জন্য প্রথমেই আপনার ফোনে একটি অ্যাপ ইন্সটল করে নিতে হবে। অ্যাপটির লিংক নিচে দেওয়া হলো।
অ্যাপ ডাউনলোড লিঙ্ক: Download Now
- এরপর অ্যাপটি ওপেন করে আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করুন।
- এরপরেই সমস্ত ব্যাংকের নাম চলে আসবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটি সিলেক্ট করুন।
- এরপর ওপরে 'Check Balance' বাটনে ক্লিক করুন।
- তারপর 'Check Bank Balance' অপশনটি সিলেক্ট করুন, কল এর পারমিশন চাইবে,Allow করলেই অটোমেটিক একটি কল লেগে যাবে, মিসড কল হয়েই কলটি কেটে যাবে।
- তারপরেই আপনার ফোনে ব্যাংক থেকে SMS চলে আসবে, এবং আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে সেটা SMS এ দেখাবে।