বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প | একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার। আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকেই চালু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২৫-৬০ বছরের SC/ST মহিলারা পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা এবং বাকিরা পান ৫০০ টাকা করে।
অর্থাৎ রাজ্যের মহিলারা সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর , ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই সাত মাসের টাকা পেয়েছেন। এরপর আবার এপ্রিল মাসের অর্থৎ অষ্টম কিস্তির টাকা দেওয়ার পালা। লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসের শুরুতেই প্রতি মাসের টাকা পেয়ে যান। কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেলো, এখনো অব্দি মহিলারা এই মাসের টাকা পাননি। তাই স্বাভাবিক ভাবেই তারা খুব চিন্তায় আছেন, মনে প্রশ্ন জাগছে তাহলে কি এপ্রিল মাসের টাকা তারা পাবেন না ? তাহলে কি লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিলো সরকার?
কিন্তু আপনাদের জানিয়ে রাখি সরকারের তরফ থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে এরকম কোনো ঘোষণা করা হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে পুরাতন আবেদনকারী ও নতুন আবেদনকারীদের একসঙ্গে এই মাসের টাকা দেওয়া হবে, তাই দেরি হলেও প্রতি মাসে যেমন টাকা দেওয়া হয় এই মাসেও দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই । আপাতত ভাবে যে আপডেট উঠে আসছে, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক একাউন্টে সরকার টাকা পাঠানো শুরু করে দেবে। তাই আপনি যদি আগের মাসেও টাকা পেয়েছেন তবে এইমাসেও টাকা পাবেন, তাছাড়া এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন তারাও টাকা পাবেন।