West Bengal Higher Secondary Political Science Suggestions 2022 PDF Download | HS Political Science Suggestions 20222

  প্রিয় উচ্চমাধ্যমিক পার্থীরা, তোমরা এখানে নতুন সিলেবাস অনুযায়ী ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন পাবে। এখন থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। ভালোভাবে পরীক্ষা দিতে তোমরা নিচের গুরুত্তপূর্ণ প্রশ্ন গুলির সাথে বাকি বইটাও ভালোভাবে পড়বে। WB Higher Secondary Political Science Suggestion 2022 PDF Download, Higher Secondary Suggestion 2022 (WBCHSE) HS Last Minute Suggestions 2022



West Bengal HS Political Science Suggestions 2022


Part A (40 Marks)/বিভাগ ক (৪০ নম্বর) :


 গান্ধীবাদ কি? গান্ধীজীর রাজনৈতিক দর্শনের মূল সূত্র গুলি আলোচনা করো। (২+৬)

ভারতের বিচার ব্যবস্থায় জনস্বার্থ বিষয়ক মামলার গুরুত্ব আলোচনা করো। (৮)

বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচারবিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। (২+৬)

আন্তর্জাতিক রাজনীতি বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য গুলি লেখ। (৩+৫)

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি গুলি আলোচনা করো। (৪+৪)

ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি কি কি? (৮)

ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো (৪+৪)

আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো। (৮)

আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। (৮)

সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। (৪+৪)

ভারতের লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। (৪+৪)

 ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। (৪+৪)

মার্কস – এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। (৮)

 ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। (৪+৪)

বিশ্বায়নের অর্থ কী? রাষ্ট্রীয় সার্বভৌমিকতার পরিপ্রেক্ষিতে বিশ্বায়ন কতটা যুক্তিসঙ্গত তোমার উত্তরের স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। (২+৬)

Globalisation কাকে বলে? Globalisation – এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। (২+৬)



 

Part -B (Marks 40)


1. এর দাগের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ: (1×24=24)

(বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:)


2. প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম হলো – a) উত্তর কোরিয়া b) দক্ষিণ কোরিয়া c) কিউবা d) জাপান।

ন্যাটো গঠিত হয় – a) সোভিয়েত ইউনিয়নের b) বৃটেনের c) মার্কিন যুক্তরাষ্ট্রের d) ভারতের উদ্যোগে।


3.”The Making of Foreign Policy” – এর লেখক হলেন – a) ইভান লুয়ার্ড b) মর্গেন থাউ c) রবীন্দ্রনাথ ঠাকুর d) জোসেফ ফ্রাংকেল।


4.রাজ্য আইনসভার নিম্নকক্ষ হলো – a) রাজ্যসভা b) বিধানসভা c) লোকসভা d) বিধান পরিষদ।


5. ভারতের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ হলেন – a) রাজ্যপাল b) উপরাষ্ট্রপতি c) প্রধানমন্ত্রী d) রাষ্ট্রপতি।


6. জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন – a) সভাধিপতি b) সভাপতি c) প্রধান d) কেউই নন।


7. কলকাতা কর্পোরেশনের সপারিষদ মেয়র এর সদস্য সংখ্যা – a) 15 জন b) 12 জন c) 10 জন d) 17 জন।


8. লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন – a) পিএন ভগবতী b) জহরলাল নেহেরু c) গান্ধীজি d) ইন্দিরা গান্ধী।


9. ভারত – পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল – a) 1995 সালে b) 1998 সালে c)1997 সালে d) 1999 সালে।


10. পারমাণবিক অগ্রসরতা বিরোধী (এনপিটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল – 1994 খ্রিস্টাব্দে b) 1969 খ্রিস্টাব্দে c) 1996 খ্রিস্টাব্দে d) 1968 খ্রিস্টাব্দে।


11. মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে – a) 39 নম্বর ধারায় b) 44 নম্বর ধারায় c) 99 নম্বর ধারায় d) 42 নম্বর ধারায়।


12. ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন

a) ট্রুম্যান b)বার্নার্ড বারুচ c) চার্চিল d) গর্বাচেভ

 

13. এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল –

a) গ্রেট ব্রিটেন b) চীন c) মার্কিন যুক্তরাষ্ট্র d) ভারত।


 14. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন –

a) ডেপুটি মেয়র b) মন্ত্রী c) মেয়র d) সপারিষদ মেয়র।


15.  _________ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা –

a) BDO b) SDO c) PM d) DM.


16. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল –

a) 60 বছর b) 70 বছর c) 62 বছর d) 65 বছর।


 

17.  কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ________এর দ্বারা। –

a) রাষ্ট্রপতি b) প্রধানমন্ত্রী c) স্পিকার d) মুখ্যমন্ত্রী।


18.  বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল –

a) ফ্রান্স b) গ্রেট ব্রিটেন c) ভারত d) সুইজারল্যান্ড।


19. ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় –

a) 1950 খ্রিস্টাব্দে b) 1960 খ্রিস্টাব্দে c) 1975 খ্রিস্টাব্দে d) 1965 খ্রিস্টাব্দে।


20.  SAARC – এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় –

a) ঢাকায় b) কলম্বোতে c) ইসলামাবাদে d) দিল্লিতে।


21. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল

a) 1950 খ্রিস্টাব্দে b) 1960 খ্রিস্টাব্দে c) 1945 খ্রিষ্টাব্দে d) 1955 খ্রিস্টাব্দে।


22.  ঠান্ডা লড়াই এর সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হল –

a) জার্মানি ও ভারত b) চীন ও পাকিস্তান c) ভারত ও সোভিয়েত ইউনিয়ন মার্কিন d) যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।


23. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা হল-

a) 111 টি b) 113 টি c) 112 টি d) 110 টি।

লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল a) 550 b) 552 c) 545 d) 530 ।


24. সরকারের কার্যাবলী কে মূলত কয় ভাগে ভাগ করা যায় –

a) 2 b) 3 c) 4 d) 5 ।


25. ভারতের পররাষ্ট্র নীতির প্রধান রূপকার হলেন-

a) ইন্দিরা গান্ধী b) বিশ্বনাথ প্রতাপ সিংহ c) নেহেরু d) রাজীব গান্ধী।


26. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় –

a) 1914 সালে b) 1918 সালে c) 1916 সালে d) 1912 সালে।


27. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ বা আদেশ, নির্দেশ জারী করা যায় সংবিধানের –

a) 224 (1) নম্বর ধারায় b) 224 নম্বর ধারায় c) 256 নম্বর ধারায় d) 226 নম্বর ধারায়।


28. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের –

a) 9 নম্বর ধারায় b) 99 ধারায় c) 1 নম্বর ধারায় d) 90 নম্বর ধারায়।


29. সাধারণ সভাকে “মূলত বিশ্ব বিবেকের কণ্ঠস্বর” বলেছেন নিজে করেছেন –

a) মার্কিন রাষ্ট্রপতি উইলসন b) স্টেটিনিয়াস c) মার্কিন রাষ্ট্রপতি অস্টিন d) ভান্ডহাইম।


30 ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত খ্রিস্টাব্দে ? –

a) 19 91 খ্রিস্টাব্দে b) 1917 খ্রিস্টাব্দে c) 1972 খ্রিস্টাব্দে d) 1980 খ্রিস্টাব্দে।


31. ভারতের সংবিধানের অভিভাবক হলেন –

a) পার্লামেন্ট b) লোকসভার স্পিকার c) হাইকোর্ট d) সুপ্রিমকোর্ট।


32. কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে –

a) রাজ্যসভার কাছে b) সাধারণ মানুষের কাছে c) লোকসভার কাছে d) পার্লামেন্টের কাছে


33. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল –

a) 15 জন b) 10 জন c) 16 জন d) 9 জন।

গ্রাম সংসদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় –

a) জুন মাসে b) জুলাই মাসে c) মে মাসে d) জানুয়ারি মাসে।


34. শুধুমাত্র লোকসভাই যে বিল উত্থাপন করতে পারে তা হল –

a) শিক্ষাবিল b) সংরক্ষণ বিল c) ধনযোজনা বিল d)অর্থ বিল।


35. UNO – এর প্রথম মহাসচিব কে? –

a) বান কি মুন b) উ থান্ট c) ট্রিগভি লি

d) কোফি আন্নান।


36. বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কি? –

a) সাধারণ সভা b) আছি পরিষদ c) নিরাপত্তা পরিষদ d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।


37. কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা কত?-

a) 141 টি b) 145 টি c) 146 টি d)150 টি।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কে বলা হয় a) কংগ্রেস b) ডুমা c)শেরা d) পার্লামেন্ট।


38. সংবিধানের কোন্ ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যের জন্য একটি পৃথক হাইকোর্ট থাকবে? –

a) 214 নম্বর ধারা b) 216 নম্বর ধারা c) 217 নম্বর ধারা d) 215 নম্বর ধারা।


39. আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো –

a) ASEAN b) NATO c) SAFTA d) SAARC ।


40 ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ –

a) চার বছর b) পাঁচ বছর c) ছয় বছর d) সাত বছর।


41 হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে?-

a) রাষ্ট্রপতি b) রাজ্যপাল c) প্রধানমন্ত্রী d)কেন্দ্রীয় আইনমন্ত্রী।


2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। (1×16 16)

(প্রতিটি প্রশ্নের মান 1)

১। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়?

২। জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি?

৩। ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি?

৪। পশ্চিমবঙ্গের পৌরসভা গুলির দুটি কাজের উল্লেখ করো।

৫। বন্দী প্রত্যক্ষীকরণ কথাটির অর্থ কি?

৬। গ্রাম সংসদের প্রধান কাজ উল্লেখ করো?

৭। বোরো কমিটি কিভাবে গঠিত হয়?

৮। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?

৯। আইনসভার মুখ্য কাজ কি?

১০। একমেরুতা বলতে কী বোঝো?

১১। NAM – এর একটি নীতি উল্লেখ করো।

১২। দ্বিমেরুকরণ কাকে বলে?

১৩। অতলান্তিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়?

১৪। SAPTA – এর পুরো নাম কি?

১৫। বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো?

১৬। ছাঁটাই প্রস্তাব কয় প্রকার?

১৭। মার্কসবাদের যেকোনো দুটি উৎস লেখো।

১৮। সুয়েজ সংকট কবে দেখা দেয়?

১৯। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

২০। নামসর্বস্ব শাসক বলতে কী বোঝো?

২১। কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?

২২। কোন্ কোন্ বিলে রাষ্ট্রপতির সম্মতি দিতে বাধ্য?

২৩। CTBT কি?

২৪। ভারতের পররাষ্ট্রনীতির মূল স্থপতি কে?

২৫। জাতিপুঞ্জের দুটি সংস্থার নাম লেখো।

২৬। গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ উল্লেখ করো।

২৭। জেলা সংসদের প্রধান কাজ কি?

২৮। বোরো কমিটি কি?

২৯৷ UNESCO কি?

৩০। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে?

৩১। ভিটো কি?

৩২৷ কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে?

৩৩৷ ‘গ্লাসনোস্ত’ নীতির প্রবক্তা কে?

৩৪। মহানগরের সর্বোচ্চ আদালতের নাম কি?

৩৫৷ পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে?

৩৬। পঞ্চায়েত সমিতির আই এর দুটি উৎস উল্লেখ করো।

৩৭। মনোনীত শাসক এর দুটি উদাহরণ দাও।

৩৮৷ ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো?

৩৯। হাই কোর্টের মূল এলাকা কি?

৪০। বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।

৪১। হাইকোর্টের বিচারপতি হওয়ার একটি যোগ্যতা উল্লেখ করো।

৪২। রাষ্ট্রপতি পদের একটি যোগ্যতা উল্লেখ করো।

৪৩। স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো?

৪৪। সাফটা বলতে কী বোঝো?

৪৫। সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা কি?

৪৬। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।

৪৭। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল?

৪৮। দক্ষিণ – দক্ষিণ সহযোগিতা বলতে কী বোঝো?

৪৯। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রুপে বছরের কোন দিনটি পালিত হয়?

৫০। ক্রেতা আদালত গঠনের একটি উদ্দেশ্য উল্লেখ করো।


HS History Suggestions 2022 : Click Here

HS Geography Suggestions 2022 : Click Here

HS Philosophy Suggestions 2022 : Click Here

Previous Post Next Post