আপনার স্বাস্থ্য সাথী কার্ড বন্ধ হতে পারে এই কাজটি না করলে । Swasthya Sathi Card New Update । Swasthya Sathi Aadhar Link

 

স্বাস্থ্য সাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেযোগ্য প্রকল্প, যে প্রকল্পের আয়তায় উপযুক্ত পরিবারকে একটি করে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হয়। এই কার্ডের দরুন সেই পরিবারের সদস্যদের ছোটো বড় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন।

কিন্তু এবার এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট। শুধু রেশনের ক্ষেত্রে নয়, স্বাস্থ্য সাথী প্রকল্পেও ভুয়ো বা জাল কার্ড থাকতে পারে বলে সন্দেহ করছে রাজ্য সরকার। তাই এবার স্বাস্থ্য সাথী প্রকল্পেও ঝাড়া বাছায় করার কথা ভাবছে সরকার। সরকার চাইছে শুধু প্রকৃত উপভোক্তারাই স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা লাভ করুক। বিধিমত নথিপত্র না থাকলে কার্ড বাতিল করে দেওয়া হবে, সেই সঙ্গে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে।

প্রশাসন লক্ষ করেছে, এমন অনেক উপভোক্তা রয়েছেন, যাদের স্বাস্থ্য সাথী কার্ডের সাথে এখনও আঁধার নম্বরের উল্লেখ নেই। আবার এমন উপভোক্তাও দেখা গেছে যে একাধিক কার্ডে একই আঁধার নাম্বার। সরকার শুধু প্রকৃত উপভোক্তাদের জন্যই অর্থ ব্যয় করতে চাইছে, আর তাছাড়া বাতিল যোগ্য কার্ড চিহ্নিত করতে পারলে সরকার বিপুল অঙ্কের টাকাও বাঁচাতে পারবে। তাই এই মর্মে ভুয়ো কার্ড বাছাই করার জন্য সরকার সব জেলা শাসকদের নির্দেশও দিয়েছে এবং যাদের স্বাস্থ্য সাথী কার্ডে আধার নাম্বার যুক্ত নেই তাদেরকে আধার নাম্বার যুক্ত করতে বলা হয়েছে। 

Previous Post Next Post