Madhyamik Result 2022 : How to Check Madhyamik Result 2022 | West Bengal Secondary Result 2022 website | WBBSE Result Date | wbresults.nic.in

 




চলতি বছর ৭ মার্চ থেকে শুরু হয়েছিল মাধ্যমিক। চলেছিল ১৬ মার্চ পর্যন্ত। সূত্রের খবর, করোনাভাইরাস পরিস্থিতির জন্য গতবার মেধাতালিকা ঘোষণা করা না হলেও এবার আগের মতোই ফলাফল প্রকাশ করা হবে এবং মেধাতালিকাও ঘোষণা করা হবে। 
এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। যে পরীক্ষা চলতি বছর ৭ মার্চ থেকে শুরু হয়েছিল। চলেছিল ১৬ মার্চ পর্যন্ত। জুন মাসের প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশিত হতে পারে। 

যদি আপনিও আপনার WBBSE Madhyamik 2022 Result দেখতে চান তাহলে অবশ্যই এই আর্টিকেল টি আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। এখানে আমরা দেখাবো wbresults.nic.in এ গিয়ে কিভাবে শুধু নাম আর রোল নাম্বার দিয়ে আপনি সহজেই আপনার রেজাল্ট টি দেখতে পাবেন। এছাড়া SMS এর মাধ্যমেও আপনি আপনার রেজাল্ট টি দেখতে পারেন।

Steps to Check Madhyamik Result 2022 on wbresults.nic.in



  • প্রথমে wbresults.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর West Bengal Board of Secondary Education ( Madhyamik Pariksha ) Examination-2022 এই লিঙ্কে ক্লিক করুন।
  • এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম তারিখ দিয়ে Submit এ ক্লিক করুন।
  • এই পেজে আপনি আপনার WB Madhyamik Result 2022 দেখতে পাবেন।
  • প্রয়োজন হলে এই পেজটি ডাউনলোড করেও রাখতে পারেন।

WB Madhyamik Result 2022 Check By SMS


এখন ছাত্রছাত্রীরা তাদের Madhyamik Result 2022 মোবাইল-এ এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন, আমরা এখানে সমস্ত স্টেপ দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনি সহজেই বিষয় ভিত্তিক নাম্বার চেক করতে পারবেন, আপনার মোবাইল থেকে 54242 অথবা 56263 অথবা 58888 নাম্বারে শুধুমাত্র একটি এসএমএস করতে হবে, এসএমএস টা হবে এরকম WB<space> 10 <space> Roll Number (প্রথমে WB লিখে একটা স্পেস দিয়ে 10 তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার Roll Number লিখুন আর পাঠিয়ে দিন 54242 অথবা 56263 অথবা 58888 নাম্বারে। বিঃদ্র- ৩ টাকা চার্জ কাটতে পারে অপারেটর ভেদে। তারপর এক থেকে দুই মিনিটের মধ্যে একটি এসএমএস পাবেন, যেখানে বিষয় ভিত্তিকসহ নাম্বারগুলো দেওয়া থাকবে। মনে রাখবেন উপরে যেভাবে এসএমএস টা লিখতে বলা হল সেভাবেই লিখবেন, নাহলে কিন্তু রেজাল্ট আসবেনা।

Madhyamik Result 2022 Check Website Link

Previous Post Next Post