২০২২ সালের নতুন খসরা ভোটার লিস্ট প্রকাশিত হলো | কীভাবে ডাউনলোড করবেন ? New Voter List 2022

 

new voter list 2022
Electoral Commissioner of West Bengal এর তরফ থেকে পশ্চিমবঙ্গের ২০২২ সালের জন্য নতুন ভোটার লিস্ট প্রকাশিত হলো । তবে এটি ফাইনাল ভোটার লিস্ট নয়, এটি খসরা ভোটার লিস্ট । এই ভোটার লিস্টে আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনো কিছু ভুল থাকলে তবে তা আপনারা এরপর সংশোধন করতে পারবেন । কিংবা ফাইনাল লিস্টে কারোর নতুন কারোর নাম তোলার প্রয়োজন হলে তা করতে পারবেন । খুব তাড়াতাড়ি BLO অফিসার দের দ্বারা সেই কাজ শুরু হবে, তখন আপনারা আবেদন করতে পারবেন ।  

তো এই খসড়া ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, বা আপনার এলাকার কার কার নাম আছে বা কোনো কিছু সংশোধন করার প্রয়োজন আছে কিনা ত দেখতে হলে আপনার বুথের এই ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে । 


তো আপনি আপনার এলাকার ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নিই...

  • প্রথমেই আপনাকে West Bengal Electoral Commissioner এর অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে । ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলো ।
নিচে ক্লিক করুন...
ভোটার লিস্ট ডাউনলোড
  • এরপর নিচের দিকে Voter List নামে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করুন।
  • তারপর আপনার জেলাটি খুঁজে নিয়ে ক্লিক করে সিলেক্ট করুন।
  • পরের পেজে আপনার বিধানসভা টি খুঁজে নিয়ে সেটির ওপর ক্লিক করে সিলেক্ট করুন।
  • তারপর আপনারা বুথ টি খুঁজে তার পাশে Draft Roll এর ওপর ক্লিক করুন, তারপরেই ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে ।
২০২২ এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করুন: Click Here 

Previous Post Next Post