স্মার্টফোনে চালাতে চালাতে ডেটা শেষ? নেট চালাতে পারছেন না? সঙ্গে সঙ্গে রিচার্জও করতে পারছেন না? আর চিন্তা নেই। এবার জিও নিয়ে এলো এমন সুযোগ যেখানে আপনি কোনো রিচার্জ ছাড়াই পেয়ে যাবেন 5 GB ডেটা। এমনকি তার জন্য সঙ্গে সঙ্গে আপনাকে টাকাও দিতে হবেনা।
অনেক সময়ই দেখা যায়, দিন শেষ না হতেই আমাদের দৈনিক ডেটা শেষ হয়ে যাই, এবং হাই স্পিড নেট চালানোর জন্য আমাদেরকে পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় কিংবা আবার ডেটার জন্য আলাদা রিচার্জ করতে হয়। কিন্তু অনেক সময় আমরা সেই রিচার্জ করতে পারিনা। এক্ষেত্রে jio আপনাকে আরও ৫ GB ডেটালোন হিসেবে দেবে। 1 GB করে ৫ বার এই ডেটা ব্যবহার করতে পারবেন। এবং তার জন্য আপনাকে সঙ্গে সঙ্গে টাকাও দিতে হবেনা। পরবর্তীকালে আপনার সুবিধা অনুযায়ী সেই টাকা শোধ করতে পারবেন। প্রতি 1 GB এর মূল্য রাখা হয়েছে ১১ টাকা।
তো কীভাবে এই অতিরিক্ত ৫ GB পাবেন চলুন দেখেব নিই...
- প্রথমে আপনাকে MyJio App এ যেতে হবে।
- তারপর ওপরে বাঁদিকে কোনায় Three-Line মেনু বাটনে ক্লিক করতে হবে।
- এরপর 'Emergency Data Loan' অপশনে ক্লিক করতে হবে।
- তারপর 'Get Emergency Data' অপশনে ক্লিক করে 'Activate Now' বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি এই ডেটা লোণের সুবিধা