লক্ষ্মীর ভান্ডার: বড় আপডেট | চতুর্থ কিস্তির টাকা কারা পাবেন না, কারা বেশি টাকা পাবেন | না পেলে কী করতে হবে? Lakhmir Bhandar Latest Update

 

পশ্চিমবঙ্গ সরকারের এবারের একটি উল্লেযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যে প্রকল্পের আয়তাই রাজ্যের মহিলারা পেয়ে যান ৫০০ ও ১০০০ টাকা প্রতি মাসে, SC/ST মহিলারা পান ১০০০ টাকা এবং বাকিরা ৫০০ টাকা প্রতি মাসে। এই প্রকল্পের টাকা ইতিমধ্যেই লাখ লাখ মহিলারা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাচ্ছেন। এমনকি অধিকাংশ মহিলারাই তিনটে কিস্তির টাকা অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের টাকা পেয়ে গেছেন। এবার সময় এসেছে চতুর্থ কিস্তির টাকার। 

আশা করা যাচ্ছে ডিসেম্বরের ১ তারিখ থেকেই এই চতুর্থ কিস্তির টাকা দেওয়া শুরু হবে। কিন্তু অনেকেই এবার এই চতুর্থ কিস্তির টাকা পাবেন না, আবার অন্য দিকে অনেকেই এবার বেশি টাকা পাবেন। অনেকেই একবারে ৪০০০ বা ২০০০ টাকা পেয়ে যাবেন।

কারা টাকা পাবেন না?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করার সময় প্রায় ২৮ লক্ষ মহিলারা কোনো না কোনো ভুল করেছিলেন। এমনকি সেই সব আবেদনপত্রের ভুল সংশোধনের কাজও চলেছে। তো যাদের আবেদনে ভুল ছিল, কিন্তু সংশোধন করেননি, কিংবা এখনও অব্দি যাদের আবেদনপত্রের ভুল সংশোধন হয়ে ওঠেনি তারা এবারও কোনো টাকা পাবেন না। যখন তাদের ভুল সংশোধন হয়ে যাবে তারপর তারা টাকা পাবে। এমনকি যারা আগেও টাকা পেয়েছেন তাদের মধ্যে থেকে যাদের ব্যাংকের সমস্যা রয়েছে অর্থাৎ KYC করা নেই, তারা কিন্তু এই চতুর্থ কিস্তির টাকা পাবেন না।

কারা এবার বেশি টাকা পাবেন?

যারা আবেদন করেছিলেন কিন্তু আবেদনপত্রের ভুল থাকার জন্য আগে একটিও টাকা পাননি, কিন্তু এবার তাদের আবেদনপত্রের ভুল সংশোধন হয়ে গেছে তারা বেশি টাকা পাবেন। তারা একবারে চারটে কিস্তির টাকা পেয়ে যাবেন। অর্থটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর চার মাসের টাকা একবারেই পেয়ে যাবেন। যারা SC/ST রয়েছেন তারা পেয়ে যাবেন ৪০০০ টাকা এবং বাকিরা ২০০০ টাকা।

টাকা না পেলে কী করতে হবে?

টাকা না পেলে যাদের আবেদনপত্রের ভুল ছিল কিন্তু এখনও অব্দি সংশধন হয়নি, যত দ্রুত সম্ভব সংশোধন করে নিন। এবং যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে KYC করা নেই তারা অতি দ্রুত KYC করিয়ে নিন।
Previous Post Next Post