Krishak Bandhu Next Installment Date | Krishak Bandhu Next Payment Release Date | Krisok Bondhu Status Check

 

krishak bandhu status check

পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme)। যে সমস্ত কৃষকদের ১ একর বা তার বেশি জমি আছে তারা এই প্রকপ্লের আওয়ায প্রতি বছর ১০,০০০ টাকা এবং বাকি কৃষকরা ৪,০০০ টাকা করে পান। এই টাকা বছরে দু বার দুই ভাগে দেওয়া হয়। একবার রবি শস্যের টাকা দেওয়া হয় আরেকবার খারিখ শস্যের টাকা। এখন কৃষকদের এই বছরের দ্বিতীয় কিস্তির (Krishak Bandhu 2nd Installment) টাকা পাওয়ার সময় হয়ে এসেছে। তো কিভাবে আপনার ফোন দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস চেক করবেন বা কিভাবে বুঝবেন কখন টাকা পাবেন চলুন  নিই। 


  • প্রথমেই আপনাকে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার লিংক নিচে দেওয়া হলো। 
  • এরপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন "নথিভুক্ত কৃষকের তথ্য", সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর  নতুন একটি পেজ ওপেন হবে , সেখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি লেখার জায়গা থাকবে, সঠিকভাবে সেটি লিখুন। 
  • পাশেই "I am not a robot" এ ক্লিক করে ক্যাপচা ভেরিফাই করুন। 
  • সব শেষে "Search" অপশনে ক্লিক করুন। 
  • এবার আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চলে আসবে। 
সেখানে যদি 'Status' এর ঘরে 'Approved' লিখা থাকে তবে বুঝবেন আপনার এপ্লিকেশন এপ্রুভ হয়ে গেছে। 
যদি 'Transaction Status' এ ফাঁকা থাকে তবে আপনার টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি। 
যদি 'ADA Uploaded' বা 'SNO Downloaded' বা 'DDA Approved' লিখা থাকে তবে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। 
যদি সেখানে 'Account Valid' কথাটি লিখা থাকে তবে চিনামুক্ত থাকুন আপনি টাকা পাবেনই। 
২০২২ সালের দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের শেষের দিকে আস্তে পারে বলে জানা গেছে। 

কৃষক বন্ধু ওয়েবসাইট:  https://krishakbandhu.net/

Previous Post Next Post