১১ই ডিসেম্বর, রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা ঘিরে আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। পরীক্ষা ঘিরে যেকোনও প্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে মরিয়া ছিল রাজ্য। পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়েছে।
শিক্ষামন্ত্রী বাত্য বসু বলেন, "এটা একটা গণ উৎসবের মত হয়েছে। একটা দল চেষ্টা চালাচ্ছিল যাতে আমাদের পরীক্ষা বানচাল হয়। কিন্তু যে ভাবে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে তাদের কাছেও বার্তা পৌঁছবে বলেই দাবি ব্রাত্য বসুর। একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে শিক্ষামন্ত্রী বলেন, "কোনও প্রশ্ন ফাঁস হয়নি, কোনও প্রশ্নপত্র লিক হয়নি।" তিনি এও বলেন, "সবাই হয়তো চাকরি পাবেন না। এটা আজ আমাদের একটা প্রাথমিক পদক্ষেপ হল।
শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, "আমি এরকম স্বচ্ছ পরীক্ষা আমার জীবনে আগে কখনো দেখিনি। এবার ফলাফল খুব দ্রুত প্রকাশিত হবে, তার আগে মডেল উত্তপত্র ওয়েবসাইটে দেওয়া হবে।"
এবার প্রাইমারি টেট পরীক্ষায় ৬ লক্ষ ১৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে ১০ হাজার বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থী রয়েছেন। সবাই গভীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সূত্র মারফত খবর অনুযায়ী আগামী ২-৪ দিনের মধ্যেই পর্ষদের তরফ থেকে মডেল উত্তর পত্র (Primary TET Answer Key 2022) প্রকাশিত করে দেওয়া হবে। এবং এই মাসের শেষ সপ্তাহে রেজাল্টও ( Primary TET Result 2022) ঘোষণা হয়ে যেতে পারে।