বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্প। একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার। আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে ২০২১ এর সেপ্টেম্বর মাস থেকেই চালু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২৫-৬০ বছরের SC/ST মহিলারা পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা এবং বাকিরা পান ৫০০ টাকা করে।
আর এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে রাজ্য সরকারের যথেষ্ঠ মাথা ব্যাথাও আছে। দেখা গেছে একটি মহিলা একমাসেই বহুবার একাউন্টে টাকা পাচ্ছেন। আবার যারা টাকা পাওয়ার যোগ্য নন তারাও টাকা পাচ্ছেন। এইসব দুর্নীতি আটকাতে মরিয়া রাজ্য সরকার। তাই বেশ কিছু নতুন নিয়মও চালু হয়েছে এই প্রকল্প নিয়ে। আর এগুলি না মানলে অনেক মহিলার টাকা যেমন বন্ধ করা হয়েছে তেমন এই নতুন বছরের জানুয়ারি মাসেও (Laxmi Bhandar January Payment) টাকা আটকে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।
লক্ষীর ভান্ডারের টাকা পেতে গেলে মহিলার নামে ব্যাংকে সিঙ্গেল একাউন্ট থাকতে হবে। নবান্নর তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া সিঙ্গেল একাউন্ট না থাকলে যারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন তাদেরকে যেমন টাকা দেওয়া হবেনা তেমন যারা আগে টাকা পাচ্ছিলেন তাদেরও টাকা আটকে দেওয়া হবে।
সেই সঙ্গে ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিংক থাকতে হবে। আধার লিংক না থাকলে আগামী দিনে আপনারও লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে।