Pradhan Mantri Awaas Yojana Final List 2023 | PM Awas Yojana New List 2022 - 2023 | Awas Plus Yojana List West Bengal 2022

pm awaas yojana


আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awaas Yojana) ব্যাপারে জানেন যে প্রকল্পের আওয়াতায় রাজ্য তথা দেশের দুস্থ পরিবাররা বাড়ি তৈরী করবার জন্য ১,২০,০০০ টাকা পেয়ে যান। ডিসেম্বর মাস অব্দি কারা কারা এই প্রকল্পের সুবিধা লাভ করার জন্য যোগ্য তা খতিয়ে দেখার জন্য বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে । এরপরেই এই যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে যাবে। সেখানেই এবছর কারা কারা বাড়ি পাবে তাদের নাম উল্লেখ থাকবে। 

আপনি খুব সহজেই আপনার হাতে থাকা ফোন টি দিয়েই প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল লিস্ট (PM Abas Yojana List 2023) দেখে নিতে পারবেন, কীভাবে দেখবেন চলুন দেখে নিই। 

  • প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে , ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হলো। 
  • এরপর মেনু বাটন থেকে 'Awaassoft' অপশনটিতে ক্লিক করতে হবে। 
  • এরপর আরো কিছু অপশন আসবে, সেখান থেকে 'Report' অপশনটি সিলেক্ট করবেন। 
  • এরপর যে পেজটি আসবে সেখানে Social Audit Report এর অপশন এর মধ্যে Beneficiary  Details for Verification অপশন এ ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজটি ওপেন হওয়ার পর আপনাকে Select অপশনটি সনাক্ত করে আপনার রাজ্যের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত এর নাম এবং কোন সালের টাকা চেক করতে চান তা সিলেক্ট  করে নিতে হবে।
  •  তারপর "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ" সিলেক্ট করে নিতে হবে।
  • এরপর নিচের Captcha Code ভেরিফাই করে submit করলেই আপনার অঞ্চলের তালিকা চলে আসবে, সেখানে কার কার নাম আছে দেখতে পেয়ে যাবেন। 

অফিসিয়াল ওয়েবসাইট লিংক: Click Here

Previous Post Next Post