আশা করি আপনারা প্রত্যেকেই স্বাস্থ্য সাথী কার্ড ( Swasthya Sathi Card) এর ব্যাপারে জেনে থাকবেন, যে কার্ড থাকলে প্রত্যেক পরিবার যেকোনো ছোট বড় হসপিটালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন। অধিকাংশ পরিবারই ইতিমধ্যেই এই কার্ড বানিয়ে নিয়েছেন। আবার কিছু কিছু পরিবার এখনো এই কার্ড বানাতে পারেননি। তারা নতুন করে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন। তাছাড়া যাদের ইতিমধ্যেই এই কার্ড আছে কিন্তু কোনো একজন বা একাধিক জনের নাম তাতে নতুন করে যোগ করবেন ভাবছেন সেটাও করতে পারবেন নির্দিষ্ট ফর্ম ফিলাপ করেই। কার্ডের মধ্যে থাকা কোনো ব্যক্তি যদি মারা যান তবে তাঁকে বাদও দিতে পারবেন। কার্ডে কোনো রকম ভুল ভ্রান্তি থালে সবই সংশোধন করে নিতে পারবেন। সবকিছুরই জন্য নির্দিষ্ট নির্দিষ্ট ফর্ম রয়েছে। সব ফর্ম (Swasthya Sathi Form A, B, C, D) গুলিই স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (swasthyasathi.gov.in) থেকে ডাউনলোড করে নিতে পারবেন। Sastho Sathi Card Apply 2022
তো চলুন কোন কাজের জন্য কোন ফর্ম দরকার, কীভাবে ডাউনলোড করবেন, কীবাবে ফিলাপ করবেন সম্পূর্ণ আবেদন পদ্ধতি (Sastho Sathi Application Process 2022) দেখে নিই।
স্বাস্থ্য সাথী কার্ডে নতুন সদস্য সংযোজন (ফর্ম এ) How to Add New Member in Swasthya Sathi Card (Form A)
- এর জন্য আপনাকে প্রথমে স্বাস্থ্য সাথী ফর্ম A ডাউনলোড করতে হবে, নিচে ডাউনলোডের লিংক আছে। (Sastho Sathi Form A 2022)
- ঠিকানা, সুবিধাভোগীর নাম, ইউআরএন নম্বর ইত্যাদির মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ সেই ফর্মটিতে লিখে দিন।
- যে সদস্য বা সদস্যদের যোগ করতে হবে তাদের নাম ও বাকি ডিটেলস লিখে দিন।
- এরপর আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় নথি সহ ফর্মটি জমা দিতে হবে।
নতুন স্বাস্থ্য সাথী কার্ডের এপ্লিকেশন ফর্ম B (New Swasthya Sathi Card Apply, Form B)
- এর জন্য আপনাকে স্বাস্থ্য সাথী ফর্ম বি ডাউনলোড করুন। নিচে ডাউনলোডের লিংক আছে। (Sastho Sathi Form B 2022)
- সমস্ত প্রয়োজনীয় বিবরণ যেমন, ঠিকানা, এবং অন্যান্য বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
- এর পর আপনার পরিবারের সকল সদস্য/সুবিধাভোগীদের নাম এবং বিশদ বিবরণ পূরণ করুন।
- এর পর আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র সহ ফর্মটি জমা দিন।
স্বাস্থ্য সাথী কার্ডে নাম সংশোধনের ফর্ম (ফর্ম সি) ( Swasthya Sathi Card Correction, Form C)
- এর জন্য আপনাকে স্বাস্থ্য সাথী ফর্ম সি ডাউনলোড করুন। নিচে ডাউনলোডের লিংক আছে।(Sastho Sathi Form C 2022)
- ঠিকানা, সুবিধাভোগীর নাম, ইউআরএন নম্বর ইত্যাদির মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করুন।
- যে নামগুলো সংশোধন করতে হবে সেগুলো লিখুন।
- এর পর আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র সহ ফর্মটি জমা দিন।
স্বাস্থ্য সাথী কার্ডে সদস্যর নাম বাদ দিতে ফর্ম ডি ( Member Deletion from Swasthya Sathi Card, Form D)
- এর জন্য আপনাকে স্বাস্থ্য সাথী ফর্ম ডি ডাউনলোড করুন। নিচে ডাউনলোডের লিংক আছে।(Sastho Sathi Form D 2022)
- ঠিকানা, সুবিধাভোগীর নাম, ইউআরএন নম্বর ইত্যাদির মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করুন।
- যে সদস্যদের নাম মুছে ফেলতে চান তাদের নাম লিখুন।
- এর পর আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র সহ ফর্মটি জমা দিন।