অবশেষে খুলছে স্কুল-কলেজ | কবে থেকে তা জানিয়ে দিলেন মমতা। West Bengal School College Reopening Date

 


২০২০ সালের মার্চ মাসে করোনা থাবা বসানোর পরেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য। পরে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় পরে আবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ। চলতি বছরেও মাধ্যমিক (Madhyamik Exam 2021),উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam 2021) পরীক্ষাও নিতে পারেনি রাজ্য সরকার। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। রাজ্যের দৈনিক সংক্রমণের হার ১ শতাংশের কাছাকাছি। তাই ফের স্কুল-কলেজ খোলার কথা ভাবছে রাজ্য। কিন্তু তা কবে সেটা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, "পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সংক্রমণ ১ শতাংশ। তবে আজ ঠিক থাকলেও আগামিকাল কী হবে তা নিয়ে এ ভাবে বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে, করোনার তৃতীয় ঢেউ প্রভাব না ফেললে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।"  বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

অর্থাৎ এটা স্পষ্ট যে পুজোর আগে রাজ্যে স্কুল-কলেজ খুলছে না। তবে করোনা পরিস্থিতি হাতের নাগালে থাকলে পুজোর ছুটির পরেই এ রাজ্যে খুলছে স্কুল-কলেজ।


Previous Post Next Post