আপনি এখন খুব সহজেই আপনার ডিজিটাল রেশন কার্ড টি আপনার ফোনেই ডাউনলোড করতে পারবেন ( e Ration Card ) এবং সেটি আপনার আগের ডিজিটাল রেশন কার্ডের মতোই ব্যাবহার করতে পারবেন ।
কীভাবে e-Ration Card ডাউনলোড করবেন ?
১. প্রথমে Google এ এসে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ যান। কিংবা নিচের লিঙ্কে ক্লিক করুন___
২. এরপর "SERVCES AND CITIZEN'S CORNERS" অপশনে ক্লীক করুন । সেখানে আরও কিছু অপশন খুলবে, e-Ration Card অপশনে ক্লিক করুন।
( বি.দ্রঃ কম্পিউটারে করলে বাঁদিকে "Ration Card " অপশনে ক্লিক করতে হবে, এরপর আরও অনেকগুলি অপশন খুলবে, সেখান থেকে "e-Ration Card" অপশনে ক্লিক করুন। )
৩. পরবর্তী পেজ খুলবে, সেখানে সবার নিচে লেখা থাকবে "Click to Download e-Ration Card " সেখানে ক্লিক করতে হবে।
কিংবা নিচের লিঙ্কে ক্লিক করলে সরাসরি সেই পেজে চলে যাবেন___
৪. এরপর পরবর্তী পেজে আপনার রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ড টি কোন ক্যাটেগরির সেটা বসাতে হবে তারপর "Download" বাটনে ক্লিক করলেই আপনার e-Ration Card টি ডাউনলোড হয়ে যাবে।
মনে রাখবেনঃ
১. ই-রেশন কার্ড এবং খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে দেওয়া ডিজিটাল রেশন কার্ডের ভ্যালু একই।
২. রেশন দোকান থেকে কেরসিন তেল ও খাদ্য সামগ্রী নিতে ই-রেশন কার্ড ব্যাবহার করা যাবে।
৩. রেশন তোলার সময় ই-রেশন কার্ডের গ্রাহক রেজিস্টারড মোবাইল নাম্বারে ও টি পি পাবেন, তা রেশন ডিলারকে দিতে হবে। কিংবা বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ দিতে পারেন।