১১ই ডিসেম্বর, রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা ঘিরে আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। পরীক্ষা ঘিরে যেকোনও প্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে মরিয়া ছিল রাজ্য। পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়েছে।
এবার প্রাইমারি টেট পরীক্ষায় ৬ লক্ষ ১৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে ১০ হাজার বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থী রয়েছেন। সবাই গভীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন।
কীভাবে আপনারা WB TET 2022 Result চেক করবেন চলুন দেখে নিই।
PRIMARY TET 2022 ANSWER KEY DOWNLOAD: CLICK HERE
- প্রথমেই আপনাকে West Bengal Primary Board এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, লিঙ্ক নিচে দেওয়া হলো।
- এরপর ওয়েবপেজটির মাঝের দিকে 'Click here Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V' অপশনটিতে ক্লিক করতে হবে।
- আরো একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে 'Teacher Eligibility Test, 2022 (TET-2022)' অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর অনেকগুলি অপশনের মধ্যে Check Result অপশনেটিকে বেছে নিতে হবে।
- তারপর আপনার Roll Number এবং Date Of Birth বসিয়ে 'Submit' বাটনে ক্লিক করতেই আপনার রেজাল্ট চলে আসবে।
West Bengal Primary Board Official Website: CLICK HERE