১১ ডিসেম্বর, ২০২২ রাজ্য জুড়ে নেওয়া হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam )। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব শীঘ্রই এই প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে । পূর্ব ঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যেই প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। Primary TET Result 2022 কবে প্রকাশিত হবে, এই সংক্রান্ত কোনো খবর পাওয়া গেলে এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং Primary TET 2022 Official Answer Key ও এখনো প্রকাশিত হয়নি, তবে আমাদের তরফ থেকে Primary TET 2022 Answer Key দেওয়া হলো, সেখান থেকে পরীক্ষায় কত নাম্বার পেতে পারেন একটা অনুমান করতে পারবেন। তবে West Bengal Board of Primary Education এর তরফ থেকে যখনই WB Primary TET 2022 Official Answer Key Download Link দেওয়া হবে তখনি আমরা সবার আগে জানিয়ে দেব। TET 2022 Official Answer Key
West Bengal TET 2022 Answer Key Download Link: Click Here
Primary TET 2022 Result Check : Click Here