প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক ২০২২ এর রুটিন | দেখে নিন কবে কোন পরীক্ষা | HS 2022 Routine Download

hs routine 2022

 আমাদের সবার মনেই প্রশ্ন ছিল ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা আদৌ কি হবে নাকি ২০২১ এর মতোই এবারও পরীক্ষা না নিয়েই মূল্যায়ন করা হবে। কিন্তু অবশেষে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক ২০২২ এর রুটিন প্রকাশ করে দিয়ে সেই জল্পনার অবসান ঘটাল। 

এবারের পরীক্ষা অনলাইনে নয় বরং আগে যেমন সেন্টারে গিয়ে খাতা কলমে অফলাইনে পরীক্ষা হতো সেরকম ভাবেই হবে। তবে পরীক্ষা হবে হোম সেন্টারে অর্থাৎ নিজের নিজের স্কুলে। 

 ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল এবং শেষ হবে ২০শে এপ্রিল এবং পরীক্ষা গুলি হবে সকাল ১০ টা  থেকে দুপুর ১:১৫ টা পর্যন্ত।

দেখে নিন কবে কী পরীক্ষা:

২ এপ্রিল – প্রথম ভাষা 

৪ এপ্রিল – দ্বিতীয় ভাষা 

৫ এপ্রিল -হেলফ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, IT-ITES, ইলেকট্রনিক্স, টুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকসন- ভোকেশনাল বিষয় 

৬ এপ্রিল – বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান 

৮ এপ্রিল – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস 

৯ এপ্রিল – কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন. সংগীত, ভিসুয়াল আর্টস 

১১ এপ্রিল – পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউনটেন্সি 

১৩ এপ্রিল – কমার্সিয়াল ল’ এন্ড প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শন, সোসিওলজি 

১৬ এপ্রিল – রসায়ন, জার্নালিস, সংস্কৃত, পারসিয়ান, আরবিক, ফ্রেন্চ 

১৮ এপ্রিল – রাশিবিজ্ঞান, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেসান, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স। 

২০ এপ্রিল – ইকোনমিকস

২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার অফিসিয়াল রুটিন ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া আছে:

নিচে ক্লিক করুন...

 

west bengal hs routine 2022
মাধ্যমিক ২০২২ এর রুটিন: Click Here 


Previous Post Next Post