প্রকাশিত হলো মাধ্যমিক ২০২২ এর রুটিন | দেখে নিন কবে কোন পরীক্ষা | Madhyamik 2022 Routine Download

 

madhyamik 2022 routine
আমাদের সবার মনেই প্রশ্ন ছিল ২০২২ এর মাধ্যমিক পরীক্ষা আদৌ কি হবে নাকি ২০২১ এর মতোই এবারও পরীক্ষা না নিয়েই মূল্যায়ন করা হবে। কিন্তু অবশেষে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক ২০২২ এর রুটিন প্রকাশ করে দিয়ে সেই জল্পনার অবসান ঘটাল। 

এবারের পরীক্ষা অনলাইনে নয় বরং আগে যেমন সেন্টারে গিয়ে খাতা কলমে অফলাইনে পরীক্ষা হতো সেরকম ভাবেই হবে। তো ২০২২ এর মাধ্যমিকে কোন দিন কী পরীক্ষা রয়েছে চলুন দেখে নিই... 


1) প্রথম ভাষা(বাংলা) - 07.03.2022

2) দ্বিতীয় ভাষা(ইংরেজি) - 08.03.2022 

3) ভূগোল - 09.03.2022

4) ইতিহাস - 11.03.2022

5) জীবন বিজ্ঞান - 12.03.2022 

6) গণিত - 14.03.2022

7) প্রাকিতিক বিজ্ঞান  - 15.03.2022

8) ঐচ্ছিক বিষয় - 17.03.2022


এবছর পরীক্ষা গুলি হবে হবে দুপুর ১১.৪৫ টা থেকে দুপুর ৩ টে অব্দি। 

Madhyamik 2022 Routine

Subject

Day

Time

1st Language

07.03.22

 

 

12.00PM-3.00PM

2nd Language

08.03.22

Geography

09.03.22

History

11.03.22

Life Science

12.03.22

Mathematics

14.03.22

Physical Science

15.03.22

Optional Subject

16.03.22

মাধ্যমিক ২০২২ এর অফিসিয়াল রুটিনের নোটিশ ডাউনলোডের লিংক নিচে দেওয়া হলো:

নিচে ক্লিক করুন...

west bengal madhyamik routine 2022
উচ্চমাধ্যমিক ২০২২ এর রুটিন: Click Here 


Previous Post Next Post