আপনি বৃদ্ধ/বিধবা/প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকলে নতুন ভাতার লিস্ট প্রকাশিত হলো, আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়েই চেক করতে পারবেন যে সেই লিস্টে আপনার নাম আছে কিনা। কিংবা আগেই আবেদন করে থাকলে আপনি এই মাসের টাকা পেয়েছেন কিনা তা নিজেই দেখতে পারবেন। কীভাবে চেক করবেন চলুন দেখে নেই...
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হলো...
ওয়েবসাইটের লিঙ্ক:
- এরপর ওপরে বাঁদিকে মেনু বাটনে ক্লিক করে Report বাটনে ক্লিক করুন।
- এরপর State Dashboard অপশনে ক্লিক করুন।
- পরের পেজে আপনার রাজ্যটি সিলেক্ট করুন এবং কোন পেনশনের লিস্ট দেখতে চান এবং টাকা চেক করতে চান সেটি সিলেক্ট করুন তারপর ক্যাপচার কোডটি বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।
- এরপর নিচে সমস্ত জেলার নাম চলে আসবে,আপনি আপনার জেলার ওপর ক্লিক করুন।
- এরপর আপনার জেলার আন্ডারে যতগুলি Subdistrict বা Municipality আছে সবগুলি দেখাবে, সেখান থেকে আপনার Subdistrict বা Municipality টির ওপর ক্লিক করুন।
- তরপর ওই Subdistrict বা Municipality টির আন্ডারে সব গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেখাবে, সেখান থেকে আপনার টি সিলেক্ট করুন।
- এরপর ওই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের যতজনের নাম ওই পেনশনের লিস্টে আছে সবার নাম দেখাবে। সেখান থেকে আপনার নামটি খুঁজে নিন। কিংবা ওপরে সার্চের অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনার নামটি সার্চ করে নিতে পারেন।
- নামের পাশে Sanction Order No দেখা যাবে, সেখানে ক্লিক করলে সমস্ত ডিটেল্স দেখা যাবে, লাস্ট কোন মাসের ঢুকেছে সেটাও চেক করতে পারবেন।