রেশন কার্ডের সাথে আধার নাম্বার ও মোবাইল নাম্বার লিঙ্ক করার নতুন পদ্ধতি চালু করলো সরকার । বাড়িতে বসেই নিজেরা পারবেন । Online Ration Aadhaar Link

 

 আমরা সবাই জানি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সবার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে।  যারা এখনো অব্দি তাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার ও মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারেননি তাদের জন্য সুখবর। 

খাদ্য দপ্তর রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য নতুন পদ্ধতি চালু করলো।  আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক  থাকলে আপনি তা সহজেই বাড়িতে বসে আপনার  ফোনটি দিয়ে করতে পারবেন। তো কীভাবে করবেন চলুন দেখে নেই। 

How to Link Aadhaar & Mobile Number with Ration Card

  • প্রথমেই আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হলো। 
 
  • এরপর ডান দিকে ওপরে মেনু বাটন এ ক্লিক করুন। 
  • অনেক গুলি অপশন ওপেন হয়ে যাবে, সেখান থেকে Link aadhaar with RC অপশন টিতে ক্লিক করুন। 
  • পরের পেজে আপনার কোন ক্যাটেগরির রেশন কার্ড সেটি সিলেক্ট করুন এবং আপনার রেশন কার্ড নাম্বার টি বসিয়ে SEARCH বাটনে ক্লিক করুন। 
  • এরপর Update adhaar and mobile number অপসন টিতে ক্লিক করে আপনার আধার নাম্বারটি বসান এবং VERIFY বাটনে ক্লিক করুন। 
  • তারপর আপনার আঁধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে একটি OTP যাবে সেটি বসিয়ে Do-eKYC বাটনে ক্লিক করুন।
  • Verify and Save বাটনে ক্লিক করুন। 
  • এরপর OK বাটনে ক্লিক করে মোবাইল নাম্বারও লিঙ্ক করাতে চাইলে YES বাটনে ক্লিক করুন। 
  • আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে Update বাটনে ক্লিক করলেই লিঙ্ক হয়ে যাবে। 
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: 
 
aadhaar link with ration


Previous Post Next Post