মমতার ঘোষণার পরেও লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পুজোর আগে কেন পেলেন না ? Lakshmir Bhandar Latest Update

 

lakshmir bhandar latest uodte
দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। এই প্রকল্পে SC/ST মহিলারা পাবেন প্রতিমাসে ১০০০ টাকা এবং অন্যান্য মহিলারা পাবেন প্রতি মাসে ৫০০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই টাকা সেপ্টেম্বর মাসের হিসেবে অনুযায়ীই সবাই পাবেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এও জানিয়েছিলেন যে পুজোর আগেই সব মহিলারা এই টাকা পেতে শুরু করবেন। এমনকি জেলা গুলির জন্য টাকাও বরাদ্দ করে দেওয়া হয়েছে। তবে দুই ২৪ পরগনা, নদীয়া ও কোচবিহার এই ৪ টি জেলার মহিলারা ভোটের কারনে পুজোর আগে টাকা পাবেন না, তারা পুজোর পর নভেম্বর মাসে একসঙ্গে দুই মাসের টাকা পেয়ে যাবেন। 

কিন্তু বাকি জেলার সব মহিলারা এখনো অব্দি টাকা পাননি। কিছু সংখ্যক মহিলাদের একাউন্টে টাকা চলে এসছে, এমনকি দুই মাসের টাকাও পেয়ে গেছেন। কিন্তু কিছু সংখ্যক মহিলারা এখনো অব্দি এক মাসের টাকা পাননি। এমনকি এই প্রকল্পে যে SMS গুলি আসে সেগুলিও আসেনি। এর কারণ কী  ?

মুখ্যমন্ত্রীর পুজোর আগে সব মহিলাদের টাকা দেওয়ার কথা জানানো সত্ত্বেও সব মহিলারা টাকা পাননি এর কারণ হলো এখনো অনেক মহিলার আবেদন ভেরিফিকেশন বাকি আছে। প্রতিটি ক্যাম্পেই অনেক অনেক আবেদন জমা পড়েছে, আধিকারিকরা সেগুলি সব এখনো লক্ষীর ভান্ডার প্রকল্পের পোর্টালে এন্ট্রি করতে পারেনি, তাই অনেকেই SMS টিও পাননি। আবার অনেকের আবেদন এন্ট্রি হলেও এখনো ভেরিফিকেশন বাকি আছে,তাই দ্বিতীয় SMS টি পাননি। 

যেহুতু এখনো এন্ট্রি বাকি আছে বা অনেকের ভেরিফিকেশন বাকি আছে, তাই জেলায় জেলায় টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও সরকার তাদের একাউন্টে এখনো টাকা দিতে পারছেনা। 

তবে যখনই তাদের আবেদন ভেরিফাই  করে দেওয়া হবে তারপরেই তাদের একাউন্টেও টাকা চলে আসবে। এমনকি তারা পরে টাকা পেলেও সেপ্টেম্বর মাস থেকেই সম্পূর্ণ টাকা টা একবারে পাবেন। 

Previous Post Next Post