ভারত সরকার কর্তৃক আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন শুরু হয়ে গেছে গোটা ভারতবর্ষে। এই মিশনে প্রত্যেক নাগরিক পাবেন একটি করে ডিজিট্যাল হেলথ আইডি কার্ড। এই কার্ডের গুরুত্ত কি রয়েছে, বা এই কার্ডে কী কী সুবিধা রয়েছে তা আগেই জানিয়েছি। জানতে হলে এখানে ক্লিক করুন।
আজ আমরা জানবো কীভাবে আপনি আপনার হাতে থাকা ফোন টি দিয়েই আপনার এই হেলথ আইডি কার্ডটি বানাবেন।
How to Apply Health ID Card:
- প্রথমেই আপনাকে Ayushman Bharat Digital Mission এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
ওয়েবসাইটের লিঙ্ক: নিচে ক্লিক করুন
- এরপর Create Your Health Id Now এ ক্লিক করতে হবে।
- এরপর আপনি দুভাবে রেজিস্টার করতে পারবেন, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকলে সহজেই তা পারবেন, কিংবা আপনার মোবাইল নাম্বার দিয়েও কার্ডটি জেনারেট করতে পারবেন। আপনার সুবিধা মতো একটি অপশন সিলেক্ট করুন।
- তারপর আপনার আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বারটি এন্টার করে এবং Term and Condition একসেপ্ট করে Submit করুন।
- আপনার মোবাইল নাম্বারে একটি OTP আসবে সেটি এন্টার করে Submit করুন।
- এরপর আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, একটি ইউনিক PHR Address অর্থ্যাৎ হেলথ আইডি, ঠিকানা, রাজ্য, জেলা সিলেক্ট করুন এবং একটি পাসওয়ার্ড তৈরী করে সাবমিট করে দিন।
- পরের পেজেই আপনার হেলথ কার্ডটি তৈরী হয়ে যাবে এবং সেটি ডাউনলোডও করতে পারবেন।