আপনি কি নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন ? তবে কীভাবে বুঝবেন আপনার নামে জব কার্ড হয়ে গেছে কিনা অর্থাৎ নতুন জব কার্ডের লিস্টে আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা কীভাবে বুঝবেন ?
আপনি আপনার হাতে থাকা ফোন টি দিয়ে সহজেই তা চেক করতে পারবেন এমনকি আপনার গ্রামে বা পঞ্চায়েতে কার কার নামে জব কার্ড আছে তাও আপনি খুব সহজে চেক করতে পারবেন। সেটাই দেখে নিই চলুন।
জব কার্ডের নতুন নামের লিস্ট চেক
- প্রথমেই আপনাকে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
ওয়েবসাইটের লিঙ্ক:
- এরপর সেখানে সমস্ত রাজ্যের নাম শো করবে। আপনি আপনার রাজ্য অর্থাৎ 'West Bengal' সিলেক্ট করুন।
- আরো একটি নতুন পেজ খুলবে, সেখানে বাঁদিকে সমস্ত District এর নাম শো করবে। সেখান থেকে আপনি আপনার জেলা টি সিলেক্ট করুন।
- এরপর আরো একটি পেজ ওপেন হবে যেখানে বাঁদিকে আপনার সিলেক্ট করা জেলার অন্তর্ভুক্ত সমস্ত ব্লকের নাম শো করবে, সেখান থেকে আপনি আপনার ব্লক টি সিলেক্ট করবেন।
- পরের পেজে একই রকম ভাবে আপনার সিলেক্ট করা ব্লকের অন্তর্ভুক্ত সমস্ত পঞ্চায়েতের নাম শো করবে। আপনি আপনার পঞ্চায়েতটি সিলেক্ট করুন।
- এরপর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে 'R5IPPE' এর আন্ডারে 'Application Register' অপশন পাবেন,সেখানে ক্লিক করুন।
- এরপরেই দেখতে পেয়ে যাবেন আপনার সিলেক্ট করা পঞ্চায়েতের গ্রাম অনুসারে পুরাতন-নতুন যার যার নামে জব কার্ড আছে সবার নামের লিস্ট ওপেন হয়ে গেছে। সেখান থেকে আপনি আপনার নামটি কিংবা যার নাম দেখতে চাইছেন তার নামটি আছে কিনা দেখে নিন।