দেশ জুড়ে শুরু হয়ে গেলো আয়ুষ্মান ভারত ডিজিট্যাল হেলথ মিশন (Ayushman Bharat Digital Health Mission) সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনের উদ্বোধন করলেন। এই প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক নাগরিক একটি করে হেলথ আইডি কার্ড পাবেন। এই কার্ডে থাকবে ১৪ সংখ্যার একটি ইউনিক হেলথ কার্ড নাম্বার এবং একটি QR কোড। এই ডিজিট্যাল হেলথ কার্ডটি 'National Health Authority' এর সাথেও যুক্ত থাকছে।
১৫ আগস্ট ৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে শুরু হয়ে গেছিলো এই মিশন। এটি মধ্যেই প্রায় ১ লক্ষেরও বেশি নাগরিক এই কার্ড পেয়ে গেছেন। এরপর ধীরে ধীরে বাকি রাজ্য গুলিতেও শুরু হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নতুন এই মিশন।
ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য বা রেকর্ড এই একটি হেলথ কার্ডের সঙ্গেই সংযুক্ত থাকবে আর তা খুব সহজে একটি App এর মাধ্যমে দেখাও যাবে। কোনো ব্যক্তির এই একটি হেলথ কার্ডের মাধ্যমেই দেখা যাবে যে সেই ব্যক্তির কী কী শারীরিক সমস্যা রয়েছে, কী কী শারীরিক পরীক্ষা করেছেন, তাঁকে কোন কোন চিকিৎসক চিকিৎসা করিয়েছেন, কবে কবে চিকিৎসকের কাছে গেছেন, তাঁর কী কী রোগ হয়েছিল, চিকিৎসক তাঁকে কী কী ওষুধ দিয়েছেন ইত্যাদি স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য।
এক কথাই কোনো ব্যক্তিকে তাঁর চিকিৎসার জন্য যাবতীয় নথি নিয়ে তাঁকে ঘুরে বেড়াতে হবেনা, কেননা তার ওই হেলথ কার্ডেই থাকছে তার রোগ বা চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য যা ওই ব্যক্তির অনুমতিতে যে কেও বা যেকোনো হাসপাতাল বা চিকিৎসক খুব সহজেই দেখতে পারবেন।
ভারতের সব নাগরিকই এই হেলথ কার্ডটি বিনামূল্যে নিজের মোবাইল ফোন দিয়েই বানিয়ে নিতে পারবেন। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকলে খুব সহজেই তা আপনি বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আঁধারের সাথে মোবাইল নাম্বার লিংক না থাকলেও শুধু আপনার মোবাইল নাম্বার দিয়েই আপনি সেই হেলথ কার্ড টি বানিয়ে নিতে পারবেন।
কীভাবে বানাবেন তা জানতে হলে নিচে ক্লিক করুন