সুখবর, লক্ষীর ভান্ডারের টাকা পাঠানো শুরু । পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা । Lakhmir Bhandar Status Check

lakhmir vandar status check


 মহিলাদের জন্য অবশেষে সুখবর। পুজোর আগেই  মহিলাদের অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা আসতে চলেছে। লক্ষীর ভান্ডারের প্রথম কিস্তির টাকা ছাড়লো রাজ্য সরকার। যারা লক্ষীর ভান্ডার প্রকল্পে  আবেদন করেছিলেন তাদের জন্য প্রথম পর্যায়ে ২ কোটি ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করে দিলো  রাজ্য। সোমবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর তা অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিলো। 

দুয়ারে সরকার  ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা পড়েছিল সব থেকে বেশি, প্রায় ২ কোটির বেশি। এই প্রকল্পের আওতায় SC ও ST মহিলারা পাবেন প্রতি মাসে ১০০০ টাকা এবং জেনারেল ক্যাটেগরির মহিলারা পেয়ে যাবেন প্রতি মাসে ৫০০ টাকা। 

মুখমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন সেপ্টেম্বর মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া হবে। এবং সেই মতো কাজও শুরু হলো। নবান্ন সূত্রে খবর এর মধ্যেই প্রায় ১ কোটি আবেদপত্র যাচাই করা হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে যাদের আবেদন পত্রে কোনো ভুল নেই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিলো সরকার, যা কয়েক দিনের মধ্যেই পেয়ে যাবেন মহিলারা। 

নবান্ন সূত্রে খবর, প্রথম পর্যায়ে যে ২ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনকে দেওয়া হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। এরপর উত্তর ২৪ পরগনায় বরাদ্দ হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুরে প্রায় ২০ লক্ষ এবং মুর্শিদাবাদে প্রায় ১৮ লক্ষ টাকা। 

Previous Post Next Post