একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জন্য জলময় হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ। গত রবিবার থেকে মুষলধারে বৃষ্টির জন্য ডুবেছে মহানগরী। লাগাতার এই বৃষ্টি, জল জমা, নদীর বাঁধ ভাঙা এইসব কারণে প্রাণহানিও ঘটেছে অনেক।
এই সকল পরিস্থিতির মধ্যেও এখনই যে বৃষ্টি থেকে রেহাই নেই তা আবার স্পষ্ট করে দিলো আবহাওয়া দপ্তর। তারা জানাচ্ছে মায়ানমারের কাছে থাকা ঘূর্ণাবতটি উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে দিকে ধেয়ে আসছে যা কিনা শুক্রবারের মধ্যেই নিম্নচাপের রূপ ধারণ করবে।
বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরির আশঙ্কায় দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে নবান্ন থেকে। এই নিম্নচাপের জেরে শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি হবে। কলকাতা সহ দুই ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এমনিতেই গত রবিবার থেকে টানা বৃষ্টির জেরে তৈরী হওয়া দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। দুই মেদিনীপুরে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে। কমপক্ষে ১৫ হাজার মানুষজন এখনো জলমগ্ন অবস্থায় রয়েছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়েও প্রাণ হারিয়েছে অনেকের। আর এরমধ্যে আবার এই দুর্যোগের আশঙ্কা। তাই পূর্বাভাস মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা প্রশাসন গুলিকে।