বর্তমানে অনলাইন ফ্রড এর সংখ্যা দিন কে দিন বেড়েই চলেছে। টাই ফ্রড ম্যানেজমেন্টের জন্য Telecom Regularity Authority of India (TRAI) নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে যেটির নাম TAF COP . যে পোর্টাল থেকে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার আধার কার্ড বা আপনার আইডি দিয়ে কেও সিম এক্টিভেশন করেছে কিনা অর্থাৎ জালিয়াতি করে আপনার নামে অন্য কেও সিম তুলে তা ব্যবহার করছে কিনা তা আপনি আপনার ফোন দিয়েই অনায়াসে জানতে পারবেন। তার মানে আপনার নামে অর্থাৎ আপনার আইডি তে কত গুলি সিম কার্ড আছে তা আপনি নিজেই জানতে পারবেন। এবং আপনার যদি মনে হয় কোনো নাম্বার অর্থাৎ কোনো সিম কার্ড আপনার নয় অথচ আপনার আইডি দিয়ে এক্টিভেশন করা হয়েছে তবে আপনি সঙ্গে সঙ্গে অনলাইন তা ডি-এক্টিভেশনের জন্য রিপোর্টও করতে পারবেন।
তো আপনার আইডি তে কত গুলি সিম কার্ড এক্টিভ আছে এবং কোনো সিম কার্ড আপনি ব্যবহার না করলে কীভাবে রিপোর্ট করবেন দেখে নেবো।
কীভাবে বুঝবেন আপনার আইডি তে কতগুলি সিম কার্ড এক্টিভ আছে?
- প্রথমেই Department of Telecommunication (DoT) এর নতুন পোর্টালে https://tafcop.dgtelecom.gov.in/index.php আসতে হবে।
- এরপর 'Enter your Mobile Number' লেখা ঘরে আপনার নিজের মোবাইল নাম্বারটি দিন এবং 'Request OTP অপশনে ক্লিক করুন।
- তারপর পরের পেজ ওপেন হবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি OTP যাবে। সেই OTP টি পরের পেজের ফাঁকা ঘরটিতে বসান এবং 'Validate' অপশন টিতে ক্লিক করুন।
- এরপর আপনি যে সিম কার্ডের মোবাইল নাম্বার টি দিয়েছিলেন সেই সিম কার্ডটি যে আইডি তে কেনা হয়েছে সেই একই আইডি তে মোট যত গুলি সিম কার্ডের মোবাইল নাম্বার লিংক আছে অর্থাৎ এক্টিভ আছে সেগুলি দেখিয়ে দেবে।
কোনো নাম্বার ডি-এক্টিভেশনের জন্য কীভাবে রিপোর্ট করবেন?
- যে নাম্বারটি আপনার অচেনা বা যে নাম্বারটি আপনি ডি-এক্টিভেশন করতে চাইছেন প্রথমেই সেই নাম্বারের পাশেই বাঁদিকে থাকা চেক বক্সে ক্লিক করে টিক মার্ক করুন।
- সেই নাম্বারের নিচে তিনটি অপশন থাকবে। সেখান থেকে একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। যদি নাম্বার টি আপনার অচেনা হয় অর্থাৎ নাম্বারটি যদি আপনার না হয় তবে 'This is not my number' অপশনে ক্লিক করুন। যদি নাম্বারটি আগে আপনার ছিলো কিন্তু এখন আর আপনার প্রয়োজন নেই তবে 'Not required' অপশন টিতে ক্লিক করুন।
- তারপর নিচে 'Report' দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই সেই নাম্বারটি ডি-এক্টিভেশনের জন্য রেকুয়েস্ট সাবমিট হয়ে যাবে। এবং আপনি একটি Tracking ID Ref নাম্বারও পেয়ে যাবেন সেটি নোট করে রেখে দিতে পারেন, পরে সেটি দিয়ে আপনার রিপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন।