পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এইট পাশেই আবেদন । West Bengal Group D Recruitment 2022

 


 চাকরি প্রার্থীদের জন্য সুখবর। জেলা আদালতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে প্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে দেওয়া আছে। 

পদের নাম- Lower Division Clerk.

মোট শূন্যপদ- 28 টি।

বেতন- মূল বেতন 22,700-58,500 টাকা।


পদের নাম- Peon Night Guard. (GROUP-D)

মোট শূন্যপদ- 49 টি।

বেতন- মূল বেতন 17000 থেকে 43600 টাকা।


আরও পড়ুন: মাধ্যমিক পাশে BSF কনস্টবল । কীভাবে আবেদন করবেন দেখুন 


পদের নাম- Process Server. (Group-C)

মোট শূন্যপদ- 8 টি।

বেতন- মূল বেতন 21,000-54,000 টাকা


পদের নাম- English Stenographer. (GROUP-B)

মোট শূন্যপদ- 5 টি।

বেতন- মূল বেতন 32,100-42,900 টাকা।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে চাকরি,বেতন ২৫ হাজার টাকা


পদের নাম- Bengali Translator. (GROUP-B)

মোট শূন্যপদ- 3 টি।

বেতন- মূল বেতন 28,900-74,500 টাকা।


শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি: বর্তমানে এই নিয়োগের শুধু শর্ট নোটিশ বের হয়েছে, পূর্ণাঙ্গ নোটিশ খুব শীঘ্রই প্রকাশিত হবে, প্রকাশিত হলেই www.exposurehk.com ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। 


Official Notice: Download 

Previous Post Next Post