আবারো বাড়তে চলেছে লক্ষীর ভান্ডার প্রকপ্লে বরাদ্দ টাকার পরিমান । Laxmi Bhandar Budget । Lakshmi Bhandar Extra Payment News । Lakkhi Bhandar Next Payment

 

পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার সহ খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, রুপশ্রী, কন্যাশ্রী, মানবিক, কৃষক বন্ধ ইত্যাদি অনেক প্রকল্প চালু রয়েছে। এইসব প্রকল্পের জন্য সাধারণ মানুষের সার্থে রাজ্য সরকার বিপুল অঙ্কের টাকা খরচ করেন। এখন ২০২২ সালের ডিসেম্বর অব্দি তৃতীয় বারের মত আবারও রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হচ্ছে। সেখানে আবারও এইসব প্রকল্পে নতুন করে আবেদন করা যাচ্ছে। সূত্রের খবর এই সমস্ত প্রকল্পের জন্য বরাদ্দ টাকার পরিমাণ আবার বাড়ানো হবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০ হাজার টাকা বাজেট ধরা আছে। প্রশাসনিক সূত্রে খবর এই বাজেট বাড়িয়ে প্রায় ২০-২৫ কোটি হতে পারে। ১.৮ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। বর্তমান দুয়ারে সরকার ক্যাম্পে আরো অনেক পরিমাণে মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন বা করছেন । সুতরাং এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়বে। এই ভেবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাজেটের পরিমাণ বাড়তে পারে বলে সূত্রের খবর । তাছাড়াও অন্যান্য জনমুখী প্রকল্পের বরাদ্দ করা টাকার পরিমাণ বাড়তে পারে বলেও জানা যাচ্ছে।


আরো পড়ুন: লক্ষীর ভান্ডার প্রকল্পে আরো ২৫০ টাকা করে দেওয়া হবে ?

Previous Post Next Post