বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmi Bhandar Scheme) একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার। আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকেই চালু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প । এই প্রকল্পের আওতায় ২৫-৬০ বছরের SC/ST মহিলারা পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা এবং বাকিরা পান ৫০০ টাকা করে।
কিন্তু অনেক মহিলা SC/ST হওয়া সত্ত্বেও তারা ১০০০ টাকার বদলে ৫০০ টাকা পাচ্ছেন। এর কারণ হতে পারে- হয়তো আবেদনের সময় মহিলাটি তার কাস্ট সার্টিফিকেট দেননি বা ভুল দিয়েছিলেন, কিংবা আবেদনের সময় তার কাস্ট সার্টিফিকেট ছিল না এখন নতুন হয়েছে। সেইসব মহিলারা আবার তাদের প্রাপ্য ১০০০ টাকা করেই প্রতি মাসে পেতে পারেন। তার জন্য একটি আবেদন পত্র (ডাউনলোডের লিংক নিচে দেওয়া হলো) জমা দিতে হবে। আবেদন পত্রের সাথে আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স, স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স ও ব্যাঙ্ক পাসবুকের জেরক্স আপনার পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে জমা করতে হবে, কিংবা পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন।
আবেদন পত্র ডাউনলোডের লিংক: Click Here
আরো পড়ুন: Click Here Click Here