লক্ষীর ভান্ডার প্রকল্পে বাড়তে চলেছে অতিরিক্ত ২৫০ টাকা । Laxmi Bhandar Latest News | 250 and 750 Rupees Per Month in Lokkhir Bhandar | Lakshmi Bhandar Extra 250 Rupees

 


 বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmi Bhandar Scheme) একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার। আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকেই চালু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প । এই প্রকল্পের আওতায় ২৫-৬০ বছরের SC/ST মহিলারা পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা এবং বাকিরা পান ৫০০ টাকা করে।

তবে এই প্রকল্পের প্রাপকরা এবার পেতে পারেন অতিরিক্ত টাকা। এবারের দুর্গা পুজোকে ঘিরে রাজ্যে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হওয়ায় এই অর্থের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণ মূলক কাজে লাগাতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের আরো ২৫০ ( Laxmi Bhandar Extra 250 Rupees ) টাকা করে অতিরিক্ত দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে এব্যাপারে  চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

অন্যদিকে, অনেকে মনে করছেন , পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকার এই ধরণের জনমুখী প্রকল্পগুলির বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষদের বিভিন্ন প্রকল্পের মাসিক বরাদ্দও বাড়তে পারে এবং লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের আরো ২৫০ টাকা অতিরিক্ত দেওয়া হতে পারে। অর্থাৎ যাঁরা  ৫০০ টাকা পাচ্ছিলেন তাঁরা ৭৫০ টাকা পাবেন এবং যাঁরা ১০০০ টাকা পাচ্ছিলেন তাঁরা ১২৫০ টাকা পাবেন। তবে গোটা বিষয়টি সিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। 

আরো পড়ুন: CLICK HERE

Previous Post Next Post