Pragati Scholarship : স্কুল-কলেজের পড়ুয়ারা প্রগতি স্কলারশিপে পাবে ৩০ হাজার টাকা

 



পড়াশোনা চালাতে  আর্থিক সাহায্য করতে অনেক স্কলারশিপ রয়েছে। তার মধ্যে একটি হলো Pragati Scholarship. অনেক পড়ুয়ারাই একাধিক বার আবেদন করেও কোনো স্কলারশিপ পাননা । তারা এই নতুন স্কলারশিপে আবেদন করতেই পারেন। কারন এই স্কলারশিপের কথা অনেকেই জানে না।

মূলত মহিলাদের শিক্ষালাভের জন্য উৎসাহ প্রদান করাই এই দেওয়ার স্কলারশিপের প্রধান লক্ষ্য। নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতকস্তর পর্যন্ত মেয়েদের এই স্কলারশিপ প্রদান করা  হয়।


Pragati Scholarship এর যোগ্যতা:

১) কেবলমাত্র মহিলা পড়ুয়ারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

২) নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর অবধি যেকোনো কোর্সে পাঠরত মহিলারা আবেদন করতে পারবেন। 

৩) শেষ পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ITI ছাত্রীদের দশম শ্রেণীতে ৩৫% নম্বর পেলেও চলবে।

৪) পরিবারের মোট বার্ষিক আয় ৫ লক্ষ টাকা কিংবা তার কম হতে হবে।


Pragati Scholarship এ প্রয়োজনীয় নথিপত্র:

১) পরিচয়ের প্রমাণপত্র

২) ঠিকানার প্রমাণপত্র

৩) শেষ পরীক্ষার মার্কশীট

৪) ব্যাংকের পাসবুকের কপি 

৫) পরিবারের ইনকাম সার্টিফিকেট

৬) বর্তমান প্রতিষ্ঠানের বার্ষিক টিউশন ফি এর সার্টিফিকেট

৭) বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া টিউশন এবং নন-টিউশন Bonafide সার্টিফিকেট


স্কলারশিপের পরিমান:

এই স্কলারশিপের মাধ্যমে নবম ও দশম শ্রেণীর মহিলা পড়ুয়াদের ও ITI  শিক্ষার্থীদের বার্ষিক ১০,০০০ টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের প্রতি বছরে ১৫,০০০ টাকা এবং স্নাতকস্তরের পড়ুয়াদের বার্ষিক ৩০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয় ।


আবেদন পদ্ধতি:

এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমেই, বিদ্যাসারথী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasaarathi.co.in -ভিজিট করতে হবে । তারপরে BROWSE AVAILABLE SCHEMES -এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি যে ক্লাস বা কোর্সের জন্য প্রগতি স্কলারশিপে আবেদন করতে চান সেটির Apply অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করুন।


অন্যান্য স্কলারশিপ: https://www.exposurehk.com/search/label/Scholarship

Previous Post Next Post