প্যান কার্ড ব্যাবহারের নতুন নিয়ম, না মানলেই ১০ হাজার টাকা জরিমানা | PAN Card New Rules

 


প্যান কার্ড নিয়ে খুব জরুরী একটা নিয়ম জারী করেছে ভারত সরকারের আয়কর দপ্তর। সারা ভারতে বর্তমানে প্রায় ৮০ কোটির ওপর মানুষ প্যান কার্ড ব্যাবহার করেন, তাছাড়া দিন দিন প্যান কার্ড ব্যাবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তবে এবার আয়কর দপ্তর খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারী করেছে।

এই নির্দেশিকায় বলা হয়েছে প্যান কার্ড ব্যাবহারকারীদের একটি নিয়ম খুব কঠিন ভাবে মানতে হবে। এর আগেও নির্দেশিকা দেওয়া হয়েছিল এই নিয়ম মানার জন্য, তবে এত কঠিন ভাবে সেই নিয়ম জারী করা হয়নি। কিন্তু এবার বলা হয়েছে এই নিয়ম না মানলে আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যেতে পারে, সেই সঙ্গে আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে।

নির্দেশিকায় বলা হয়েছে, যাদের প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিঙ্ক নেই তাদের কে ৩১ শে মার্চ এর মধ্যেই লিঙ্ক করতে হবে। প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিঙ্ক করার শেষ তারিখ হলো ৩১ সে মার্চ। যদি কেউ ৩১ সে মার্চ এর মধ্যে প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিঙ্ক না করে তবে তার প্যান কার্ড টি প্রাথমিক ভাবে বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ও অন্যান্য আইনি সমস্যায় পড়তে হতে পারে। শুধু তাই নয়, প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিঙ্ক না থাকলে ব্যাংকের মিউচুয়াল ফান্ড, বীমা বা এরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবেনা।

তাই আয়কর দপ্তর এর তরফ থেকে সকলকে ৩১ শে মার্চের মধ্যেই প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে।


Previous Post Next Post