Model Activity Task January 2022
আমাদের পরিবেশ (Environment Science)
চতুর্থ শ্রেণী (Class – IV)
পূর্ণমান – ১৫
Class 4 Amader Poribesh Model Activity Task Part 9 Solution
১. শূন্যস্থান পূরণ করাে : ১ x ৩ = ৩
১.১ সাপ ____________ খায়।
উত্তর: সাপ ব্যাঙ বা ইঁদুর খায়।
১.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলাে ____________ ।
উত্তর: গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলাে গিরগিটি ।
১.৩ মাছের সারা গায়ে ____________ থাকে।
উত্তর: মাছের সারা গায়ে আঁশ থাকে।
২. ঠিক বাক্যের পাশে ‘✔’ আর ভুল বাক্যের পাশে ‘🗙’ চিহ্ন দাও : ১ x ৩ = ৩
২.১ পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়।
উত্তর: পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়। ✔
২.২ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব।
উত্তর: ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব। 🗙
২.৩ শামুকের শরীর নরম।
উত্তর: শামুকের শরীর নরম। ✔
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ৩ = ৬
৩.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর: পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলাে রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ।
৩.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখাে।
উত্তর:
মিল: প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে এবং উড়তে পারে।
অমিল: প্রজাপতির একজোড়া অ্যান্টেনা আছে কিন্তু পাখির নেই।
৩.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর: মাছের দুটি বৈশিষ্ট্য:
(i) সাধারণত মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে।
(ii) জলে সাঁতার কাটার জন্য মাছের দেহে নানা রকমের পাখনা থাকে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ x ১ = ৩
৪.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর: জীবের তিনটি বৈশিষ্ট্য:
(i) জীব খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে।
(ii) জীব উত্তেজনায় সাড়া দেয়, নড়াচড়া করে ও স্থান পরিবর্তন করতে পারে।
(iii) জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে।
Class 4 Model Activity Task February 2022 All Subjects Answers : Click Here
Class 4, Class 4 Model Activity Task Part 9 January 2022, January 2022 Part 9 Model Activity Task, Model Activity Task / January 2, 2022 / 2022 model activity task, Class 4 Model Activity Task 2022 Part 9, january 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড