Class 4 Model Activity Task Bengali Part 9 Answer January 2022 | চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯



Model Activity Task January 2022

বাংলা (Bengali)

চতুর্থ শ্রেণী (Class – IV)

পূর্ণমান – ১৫

Class 4 Bengali Model Activity Task Part 9 Solution


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :  ১x৩=৩ 

১.১ কবি ‘দিলখােলা হয়েছেন যার উপদেশে— 

(ক) আকাশ

(খ) বায়ু 

(গ) বাতাস

(ঘ) খােলা মাঠ 

উত্তর : (ঘ) খােলা মাঠ 


১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে— 

(ক) সাগর

(খ) মাটি 

(গ) সূর্য

(ঘ) ঝরনা 

উত্তর : (গ) সূর্য


১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন — 

(ক) সহিষ্ণু হতে

(খ) কর্মী হতে 

(গ) কঠোর হতে

(ঘ) উদার হতে 

উত্তর : (গ) কঠোর হতে


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :  ১x৩=৩

২.১ ‘আমায় দিল ভিক্ষা। – কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? 

উত্তর : কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বন-জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন।


২.২ ‘মৌন’ শব্দের অর্থ কী? 

উত্তর : মৌন শব্দের অর্থ হলাে চুপ করে থাকা।


২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?

উত্তর : কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন।


৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :   ২x৩=৬

৩.১ ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন? 

উত্তর : ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষালাভ করে চলেছেন। তিনি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন। বাতাস যেমন অলসভাবে বসে না থেকে সবসময়েই চলে, তেমনি কবিও নিরলস কর্মী হতে চান।


৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? 

উত্তর : সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎ গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতাে আমাদের হৃদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তােলা প্রয়ােজন। অর্থাৎ সাগর কবিকে ইঙ্গিতে সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয় l


৩.৩ ‘সন্দেহ নাই মাত্র’। – কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? 

উত্তর : ‘সবার আমি ছাত্র’ কবিতার কবি সুনির্মল বসু হলেন প্রকৃতির ছাত্র। বিরাট খাতা স্বরূপ পৃথিবীর পাতায় পাতায় বর্ণিত বিষয়গুলি কবি যে কৌতূহলে শিখছেন সেই বিষয়ে কোনাে সন্দেহ নেই।


৪.নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :  ৩

বিশ্বজোড়া পাঠশালা মাের, / সবার আমি ছাত্র’ 

‘সবার আমি ছাত্র’ কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলােচনা করাে।

উত্তর : পাঠশালা হলাে শিক্ষা গ্রহণের স্থান। ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছে এ সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে, খােলা মাঠের কাছে শিক্ষা পাই দিল-খােলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।


Class 4 Model Activity Task February 2022 All Subjects Answers : Click Here


Class 4, Class 4 Model Activity Task Part 9 January 2022, January 2022 Part 9 Model Activity Task, Model Activity Task / January 2, 2022 / 2022 model activity task, Class 4 Model Activity Task 2022 Part 9, january 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড

Previous Post Next Post