Model Activity Task January 2022
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
চতুর্থ শ্রেণী (Class – IV)
পূর্ণমান – ১৫
স্বাস্থ্য সচেতনতার অ আ… ক খ…
Class 4 Health and Physical Education Model Activity Task Part 9 Solution
১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১ x ১৫ =১৫
উত্তর:
(ক) অসুখ বড়াে বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই।
(খ) আমাশয় বা পেটের রােগে, ছেলেমেয়ে বড়ােই ভােগে।
(গ) ঈষৎ আলােয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই।
(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে, পাতে কি নুন খাওয়া চলে?
(ঙ) ঋতু-বদল খেয়াল রেখাে, সাবধানেতে তখন থেকে।
(চ) ও.আর.এস জিনিসটা কী, নতুন করে বলব তাকি?
(ছ) ঔষধ যদি খেতেই চাও, ডাক্তারকে আগে দেখাও।
(জ) ঘুমােতে ভাই যখনই যাও, মশারিটা টাঙিয়ে নাও।
(ঝ) রঙ দেওয়া সব খাবার কিনে, মরতে কি চাও দিনে দিনে?
(ঞ) চোখের রােগের ধরন নানা, ছানি পড়া বা রাতকানা l
(ট) ছাতু ছােলা যত খাবে, প্রােটিনও তাে ততই পাবে।
(ঠ) জিভে যখন ময়লা জমে, হজমশক্তি তখন কমে।
(ড) ঝরনার জল কাজে লাগে, শরীর স্বাস্থ্য ভালাে রাখে।
(ঢ) টাটকা খাবার খেয়ে তােনাও, সুস্থ যদি থাকতেই চাও।
(ণ) ডায়ারিয়ায় জলাভাব হয়, ও.আর.এস-এই সারে নিশ্চয়।
শব্দঝুড়ি : এড়াতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ও.আর.এস, ডাক্তারকে, মশারিটা, রঙ, রাতকানা, প্রােটিনও, হজমশক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।
Class 4 Model Activity Task February 2022 All Subjects Answers : Click Here
Class 4, Class 4 Model Activity Task Part 9 January 2022, January 2022 Part 9 Model Activity Task, Model Activity Task / January 2, 2022 / 2022 model activity task, Class 4 Model Activity Task 2022 Part 9, january 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড