স্বাস্থ্য সাথী কার্ডের সাথে আঁধার লিংক কীভাবে করবেন ? Swasthya Sathi Aadhar Link Form 2022 | How to Link Aadhar with Sastho Sathi Card

 


আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সাথী কার্ডের (Swasthya Sathi Card) ব্যাপারে জানি, যেই কার্ড কোনো পরিবারে থাকলে, সেই পরিবারের যত জন সদ্যস্যের নাম কার্ডে আছে তাদের চিকিৎসার জন্য ছোট বড়ো সরকারি ও বেসরকারি হসপিটালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। 

এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়েই উঠে আসছে একটা বড় আপডেট। যাদের যাদের স্বাস্থ্য সাথী কার্ডে এখনো আধার লিংক নেই তাদেরকে লিংক করিয়ে নিতে হবে।

কীভাবে স্বাস্থ্য সাথী কার্ডের সাথে আধার লিংক করবেন ? How to Link Aadhar with Swasthya Sathi Card

নিচে একটি আবেদন পত্রের ফরম্যাট ডাউনলোডের লিংক দেওয়া হলো।

  

ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন। তারপর সেটি ভালোভাবে ফিলাপ করুন। কার্ডে যার যার নাম রয়েছে তাদের আধার কার্ডের জেরক্স এবং ফর্মটি সঙ্গে নিয়ে গিয়ে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp 2022) জমা করুন। কিংবা আপনার পঞ্চায়েত বা BDO অফিসেও জমা করতে পারেন। 


Swasthya Sathi Aadhaar Link Form: Download

Previous Post Next Post