Class 3 Mathematics Model Activity Task February 2022 Part 2 Answer | তৃতীয় শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ পার্ট ২

 প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 3 Mathematics  Model Activity Task Part 2 ( চতুর্থ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তৃতীয় শেণির ফেব্রুয়ারি মাসের গণিত বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। 



Model Activity Task Part 2 February 2022

গণিত – Mathematics

তৃতীয় শ্রেণি (Class – III)

পূর্ণমান : ১৫

Class 3 Mathematics Model Activity Task February 2022 Part 2 Answer


নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : 

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x২=২

(ক) বল দেখে সংখ্যা দুটির যােগফল হলাে –

(a) ১৬ 

(c) ৮৮

(b) ৭৯

(d) ৯৭

উত্তর: বল দেখে সংখ্যা দুটির যােগফল হলাে – (b) ৭৯


(খ) ৩০৪ সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় – 

(a) ০৩৪

(b) ৪০৩ 

(c) ৪৩০

(d) ৩৪০

উত্তর: ৩০৪ সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় – (d) ৩৪০


২. সত্য/মিথ্যা লেখাে :  ১x২=২ 

(ক) চারশাে চব্বিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয় ২৪৪।

উত্তর: মিথ্যা


(খ) ৯৯ + ১ সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়ােজন হয়। 

উত্তর: সত্য


৩. (ক) চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে ১১৯ সংখ্যাটিকে প্রকাশ করাে।  ৫

উত্তর: 




(খ) চারশাে ত্রিশ সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা লেখাে। ৩ 

উত্তর: 

শতকের কাঠিতে থাকবে – ৪ টি পুতি ।

দশকের কাঠিতে থাকবে – ৩ টি পুঁতি ।

একক এর কাঠিতে একটিও পুঁতি থাকবে না।


(গ) তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখাে।  ২+১

উত্তর: তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি অঙ্কে হবে ৯৯৯

তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় হবে নয় শত নিরানব্বই ।


Class 3 All Subjects Model Activity Task Answers February 2022

Class 3 Bengali Model Activity Task Part 2 February 2022 | তৃতীয় শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

Class 3 English Model Activity Task Part 2 February 2022 Answer

Class 3 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answer | তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 3 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 | তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

Previous Post Next Post