Class 3 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 Answers | তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

 প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 3 Amader Poribesh Model Activity Task Part 2 ( চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তৃতীয় শেণির ফেব্রুয়ারি মাসের আমাদের পরিবেশ বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো।Model Activity Task Part 2, February 2022

আমাদের পরিবেশ

তৃতীয় শ্রেণি (Class – III)

পূর্ণমান – ১৫

Class 3 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 Answers


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩ 

১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও : ১x৩=৩

উত্তর:

বাম স্তম্ভ

 ডান স্তম্ভ

 ১.১ পেঁয়াজ

 (খ) কাণ্ড

 ১.২ কাঁচকলা

 (গ) রক্তাল্পতা

 ১.৩ ফুলকপি

(ক) কুঁড়ি


২. একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

২.১ লালার প্রধান কাজ কী? 

উত্তর: লালা খাবার হজম করার কাজে লাগে।


২.২ খাদ্য কাকে বলে?

উত্তর: যা খেয়ে হজম করা যায় তা-ই হলো খাদ্য ।


২.৩ কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখাে। 

উত্তর: কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজ হল – শসা / গাজর।


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬

৩.১ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন? 

উত্তর: অনেক সময় আমরা খাবার হজম করতে পারিনা দুটো কারণে এমন হতে পারে – 

১) বেশি খেলে ।

২) খারাপ হয়ে যাওয়া খাবার খেলে ।


৩.২ এমন দুটি আনাজের নাম লেখাে যা মাটির নীচে হয়।

উত্তর: মাটির নিচে হয় এমন দুটি আনাজ হলো – আলু ও গাজর। 


৩.৩ নিমপাতা ও মােচা খাওয়ার উপকারিতা কী কী? 

উত্তর: নিম পাতা খাওয়ার উপকারিতা হলো – নিমপাতা খোস পাঁচড়া হতে দেয় না ।

এবং মোচা খাওয়ার উপকারিতা হলো – মোচা রক্তাল্পতার সমস্যা কমায় ।


৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩x১=৩

“ফল শরীরের জন্য খুব দরকারী।” – এ বিষয়ে তােমার মতামত লেখাে।

উত্তর:ফলের শাঁসে ও রসে অনেক দরকারি জিনিস থাকে যেগুলাে অন্য কোনাে খাবার থেকে পাওয়া যায় না, তাই নানারকম ফল শরীরের দরকার। এছাড়া অসুখ-বিসুখে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলাে খুব। নিস্তেজ হয়ে পড়লে ফল খেলে দুর্বল শরীরে উপকার হয়। আবার রােগ আটকাতে ও মােটা হওয়ার সম্ভাবনা কমাতে ফল দরকারি। এমনকি যারা জল খেতে চায় না, ফল খেলে তাদের শরীর জলও পেয়ে যায়। Class 3 All Subjects Model Activity Task Answers February 2022

Class 3 Bengali Model Activity Task Part 2 February 2022 | তৃতীয় শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

Class 3 English Model Activity Task Part 2 February 2022 Answer

Class 3 Mathematics Model Activity Task Part 2 February 2022 | তৃতীয় শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

Class 3 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answer | তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২


Previous Post Next Post