মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা বন্ধ করা দিলো সরকার | West Bengal February 2022 Mid Day Meal Distribution News

 

আমরা জানি, এত দিন স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল বন্ধ থাকেনি, ছাত্রছাত্রীদের পুষ্টি যোগানোর জন্য প্রতিমাসেই ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হতো। সেইমতো ফেব্রুয়ারি মাসেও মিড ডে মিলের সামগ্রী বিতরণ করার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে আর মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হবেনা।

রাজ্য জুড়ে ফের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে। সেইসঙ্গে ৭ ফেব্রুয়ারি থেকে  প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’ (Paraya Shikkhalaya)। অর্থাৎ তাদেরকে পাড়ায় পাড়ায় গিয়ে কোনো খোলা মাঠে বা খোলা জায়গায় পড়ানো হবে। 

আর সেই পাড়ায় শিক্ষালয় এই আবার মিড ডে মিলের রান্না করা খাবার দেওয়া শুরু হবে ৭ ই ফেব্রুয়ারি থেকেই। আর এই কারণেই আর মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হবেনা বলেই সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 

কিন্তু কীভাবে এই নির্দেশিকা কার্যকর হবে, কীভাবে পাড়ায় পাড়ায় রান্না করা খাবার খাওয়ানো হবে সেই নিয়েই প্রশ্ন উঠছে। 
Previous Post Next Post