বৃদ্ধ ভাতার অনলাইনে আবেদন শুরু হলো, ফোন দিয়েই কীভাবে করবেন দেখুন । West Bengal Bridhha Bhata Online Form Fillup 2022



 আপনার বয়স যদি ৬০ বছরের বেশি হয় কিংবা আপনার বাড়িতে কেও যদি ৬০ বছরের বেশি বয়সের মানুষ থাকে তবে এবার আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়েই বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন,কী কী লাগবে সবকিছুই চলুন দেখে নিই।  


এই প্রকল্পে আবেদনের শর্তঃ

১) আপনাকে ভারতের নাগরিক হতে হবে,

২) আপনার নূন্যতম বয়স ৬০ বছর হতে হবে,

৩) অন্য কোন সরকারি স্কিম যেমন বিধবা ভাতা, পেনশন, প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকলে আবেদন করতে পারবেন না।



বৃদ্ধ ভাতার আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট?

আধার কার্ড,

ভোটার কার্ড,

ব্যাঙ্কের পাশবই ।


আবেদন পদ্ধতি:

১) সর্বপ্রথম আপনাদের https://web.umang.gov.in/landing/ এই ওয়েবসাইটে যেতে হবে,কিংবা UMANG মোবাইল App ইনস্টল করতে পারেন। 

 

২) ওয়েবসাইটে আসার পর ডানদিকে উপরে কোনায় 'Login/Register' অপশনে ক্লিক করতে হবে,

৩) এর আগে কখনও ওয়েবসাইটে একাউন্ট বানালে আপনাকে Login করতে হবে অথবা নতুন হলে রেজিস্ট্রার করার জন্য 'Create Account' ক্লিক করতে হবে,

 

৪) এরপর আপনার ফোন নম্বর এবং OTP এর সাহায্যে এখানে আপনাকে একটি নতুন একাউন্ট বানাতে হবে ।
৫) এর পর আপনার একাউন্ট রেজিস্ট্রার হয়ে যাবে, এবং পরবর্তীতে লগইন করার জন্য একটি MPIN সেট করতে বলবে ওয়েবসাইট, এবং আপনার একাউন্ট সফলভাবে তৈরী হয়ে যাবে,

৬) এরপর আপনি সার্চ অপশনে, NSAP লিখে সার্চ করলে 'Apply Online' অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন, 

৭) তারপর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে, আপনি এখানে 'Scheme Name' ঘর টি থেকে 'IGNOAPS/Indira Gandhi National Old Age Pension Scheme' এই অপশনটি বেছে নিন বৃদ্ধ ভাতার আবেদনের জন্য ।

৮) এরপর এখানে আপনার ব্যক্তিগত বিবরন, ব্যাঙ্ক একাউন্ট ডিটেইলস এবং আধার নম্বর দিয়ে আবেদন করুন। ফর্ম ফিলাপ করার সময় আপনার আধার কার্ডের ছবি ৫০কেবি সাইজের মধ্যে এই পোর্টালে আপলোড করতে হবে ,

৯) সফলভাবে আবেদন করার পর একটি Acknowledgement Slip ডাউনলোড হবে, সেটি আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন ভবিষ্যতের কাজের জন্য ।


Tags: Bridhha bhata form fill up 2022, Bridhha bhata form fill up, West Bengal Bridhha bhata form fill up, Bridhha bhata form fill up Online 2022, How to apply online Bridhha bhata 2022, Apply Online Bridhha bhata 2022, Apply Online Bridhha bhata, বৃদ্ধ ভাতা ফর্ম ফিলাপ অনলাইন ২০২২, বৃদ্ধ ভাতা ফর্ম ফিলাপ অনলাইন, বৃদ্ধ ভাতা ফর্ম ফিলাপ,  Bridhha bhata online form fill up 2022, Bridhha bhata online form fill up.
Previous Post Next Post